২০২১ সালের জুনে এশিয়া কাপের আসর বসছে শ্রীলঙ্কায়। এ খবর নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান।
২০২০ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা মহামারির কারণে অন্যান্য টুর্নামেন্টের মতো এশিয়া কাপও স্থগিত হয়ে যায়। এবার সেই আসর বসতে যাচ্ছে শ্রীলঙ্কায়। আগামী বছর জুন মাসে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধান নির্বাহী ওয়াসিম খান এ খবরটি নিশ্চিত করেন।
এদিকে, ২০২২ সালের এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে, আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আয়োজন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন ওয়াসিম খান। ভারতে করোনার প্রাদুর্ভাব বেশি হওয়ায় আরব আমিরাতে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আসর বসতে পারে।
সর্বশেষ আপডেট: ৪ ডিসেম্বর ২০২০, ২১:২২
পাঠকের মন্তব্য