ই-জিপি’র নয়া দিগন্তে মৌলভীবাজার: বিপিপিএ’র কর্মশালায় উন্মোচিত যুগান্তকারী সংযোজন

বিশেষ প্রতিবপদকঃ

মৌলভীবাজার ঠিকাদারী প্রতিষ্ঠান,ব্যাংকসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান,সরকারী কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে বিপিপিএ কার্যাবলী ই-জিপি সহজীকরন সমস্যা সম্ভাবনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ছবি মুক্তিবাণী

৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার মৌলভীবাজার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো বিপিপিএ (বাংলাদেশ পাবলিক প্রোকারমেন্ট অথরিটি) এর কার্যাবলী ও ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রোকারমেন্ট (ই-জিপি) বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা। এই কর্মশালায় ই-জিপি প্ল্যাটফর্মে যুগান্তকারী ৬টি নতুন মডিউল ও পদ্ধতি চালুর ঘোষণা দেওয়া হয়, যা সরকারি ক্রয় প্রক্রিয়াকে করবে আরও স্বচ্ছ, গতিশীল ও ডিজিটাল-বান্ধব।

ছবি মুক্তিবাণী

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব মির্জা আশফাকুর রহমান। তিনি তার উদ্বোধনী বক্তব্যে বলেন,“ই-জিপি’র এই উদ্ভাবনী সংযোজন সরকারি ক্রয়-প্রকিউরমেন্টে আমূল পরিবর্তন আনবে। নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি বাস্তবায়নে এগুলো হবে মাইলফলক।”

ছবি মুক্তিবাণী

জেলা প্রশাসক ও সভার সভাপতি জনাব মোঃ ইসরাইল হোসেন তার বক্তব্যে জেলার সকল প্রকিউরমেন্ট সংক্রান্ত কার্যক্রমে ই-জিপি’র ব্যবহার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “মৌলভীবাজারে আমরা ডিজিটাল প্রক্রিয়ার সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এই মডিউলগুলোর মাধ্যমে দুর্নীতি রোধ ও সেবার গতি বাড়বে।”

ছবি মুক্তিবাণী

ই-জিপি’র নতুন বৈশিষ্ট্যসমূহ:

• ইলেকট্রনিক চুক্তি ব্যবস্থাপনা (e-CMS): চুক্তি প্রস্তুত থেকে মনিটরিং পর্যন্ত পুরো প্রক্রিয়া ডিজিটাল।

• আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র (পণ্য ও নির্মাণ): বৈশ্বিক প্রতিযোগিতার সুযোগ তৈরি।  ছবি মুক্তিবাণী

• ই-অডিট মডিউল: ক্রয়-পরবর্তী তদারকি হবে স্বয়ংক্রিয় ও নির্ভুল।

• টেন্ডারার্স ডাটাবেজ: দরদাতাদের তথ্য এক ক্লিকে উপলব্ধ।

• সরাসরি ক্রয় পদ্ধতি (DPM): জরুরি ক্রয়ের গতি বাড়াবে ৫০%।

• বুদ্ধিবৃত্তিক সেবা ক্রয়:পরামর্শক ও বিশেষজ্ঞ নিয়োগ প্রক্রিয়ার ডিজিটাল রূপান্তর।

ছবি মুক্তিবাণী

এছাড়াও  কর্মশালায় অংশগ্রহণ করেন , অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ বুলবুল আহমদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান,এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান,মোঃ সাকিল আহমেদ ম্যানেজার এনআরবিসি ব্যাংক, বকশী ইকবাল আহমদ, এস এম উমেদ আলী, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মনিরুজ্জামান মনির. মাহবুবুর রহমান, ঠিকাদার মোঃ শাহিন আহমদ,শাহ মনসুর আহমদ,তোফায়েল আহমদ তুয়েলসহ প্রমুখ। উক্ত কর্মশালায় বিপিপিএ’র ই জিপি বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

ছবি মুক্তিবাণী

জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ ও স্টেকহোল্ডাররা। নতুন এই সংযোজনগুলোর মাধ্যমে ২০২৫ সালের মধ্যে “ই-জিপি” প্ল্যাটফর্মকে ১০০% সার্ভিস ডেলিভারির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।

ছবি মুক্তিবাণী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় ই-জিপি’র এই যুগোপযোগী সংস্কার সরকারি ক্রয় প্রক্রিয়ায় আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

মৌলভীবাজারে অনুষ্ঠিত এই কর্মশালা দেশব্যাপী প্রকিউরমেন্ট সংস্কারের নতুন মডেল হিসেবে বিবেচিত হবে বলে আশাবাদী অংশগ্রহণকারীরা।  

সর্বশেষ আপডেট: ৮ এপ্রিল ২০২৫, ২৩:২২
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও