দক্ষিণ সুরমায় উদীয়মান ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থা সিলাম পশ্চিম পাড়ার ঈদ সামগ্রী বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উদীয়মান ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থা সিলাম পশ্চিম পাড়া এর পক্ষ থেকে ঈদ সামগ্রী প্রদান প্রতি  বছরের ন্যায় এবার ও দক্ষিণ সুরমার সিলাম পশ্চিমপাড়া উদীয়মান  ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মধ্যবিত্ত, গরিব এবং   অসহায়  মানুষের মধ্যে  ঈদ সামগ্রী  বিতরণ করা হয়েছে।

ছবি মুক্তিবাণীছবি মুক্তিবাণী

২৮ মার্চ শুক্রবার  রাতে সংস্থার সভাপতি খোরশেদ আলম মুন্নার সভাপতিত্বে ও সংস্থার সহ সভাপতি  শাহ মন্জুরুল ইসলাম জুয়েলের    সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়  বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রাক্তন সদস্য, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক  সিনিয়র সংবাদিক  হাজী এম আহমদ আলী,  বালাগন্জ উপজেলা স্বাস্থ্য  পরিদর্শক  মো : মিসবাহ উদ্দিন, পশ্চিমপাড়া পুরাতন জামে মসজিদের সেক্রেটারি সমাজসেবি  আবু সাইদ জুবেরী সাদ ও  নিজাম উদ্দীন প্রমুখ।

ছবি মুক্তিবাণীছবি মুক্তিবাণী

সভায়  বক্তব্য রাখেন  সংস্থার সিনিয়র সভাপতি এডভোকেট  মো: হাসান মিয়া, সহ-সভাপতি আশরাফুল আলম মাছুম, সাংগঠনিক সম্পাদক ফয়ছল হোসেন,

হায়দার হোসেন,জামেল, জুনেদ, তাহের, লাবিব,মুহিন, সাইদুল, রাফি,নাইম,অলিদ,হামিদুল প্রমুখ ।

পরিশেষে মোনাজাত পরিচালনা করেন সিলাম পশ্চিম পাড়া  বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ  মাওলানা নজরুল ইসলাম।

ক্লাবের পক্ষ থেকে গ্রামের প্রায় ৭০টি পরিবারের মধ্যে ঘরে ঘরে গিয়ে  ঈদ সামগ্রী সহায়তা প্রদান করা হয়। ঈদ সামগ্রী মধ্যে ছিল, চা,চিনি, দুধ,লাচ্চি, ময়দা, চাল, তৈল, মোরগ, আলু,ও পিয়াজ ইত্যাদি।

সর্বশেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫, ১৪:৫৮
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও