করোনায় প্রাণহানি ছাড়ালো ১৫ লাখ ১০ হাজার

করোনায় প্রাণহানি ছাড়ালো ১৫ লাখ ১০ হাজার
করোনায় প্রাণহানি ছাড়ালো ১৫ লাখ ১০ হাজার
মুক্তিবাণী ডেস্ক রিপোর্ট

দ্বিতীয় দফার সংক্রমণ শুরুর পর একদিনে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২ হাজার ৭৬৬ জনের মৃত্যু রেকর্ড হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ২ লাখ ১০ হাজার মানুষ।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ১২ হাজার ৩শর বেশি মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন সাড়ে ৬ লাখ। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ১৫ লাখ ১০ হাজার ছাড়ালো। মোট আক্রান্ত ৬ কোটি ৫৪ লাখের বেশি।

বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে পৌঁছেছে ফাইজারের প্রথম ব্যাচের ভ্যাকসিন। পৌঁছানোর সাথে সাথেই সেন্ট্রাল হাবে নেয়া হয় তবে গোপনীয়তা রক্ষার্থে জায়গার নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। শীঘ্রই যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে ভ্যাকসিন বণ্টনের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে তারা।

সংক্রমণ ঠেকাতে ১০০ দিন মাস্ক পরার জন্য মার্কিনিদের আহ্বান জানাবেন নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। কিছুদিন কম থাকার পর ব্রাজিলে আবার বাড়ছে করোনার বিস্তার একদিনে ৭৭৬ মৃতের পাশাপাশি নতুন করে শনাক্ত হয়েছেন অর্ধলক্ষাধিক রোগী। রাশিয়ায় সাড়ে ৫শ মৃত্যু নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার মানুষ।

ইতালিতে বুধবার আরও ২৩ হাজার করোনা রোগী মিলেছে। বিস্তার রুখতে ক্রিসমাসে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

এছাড়াও জার্মানিতে ২২ হাজার, পোল্যান্ডে ১৪ হাজার, ফ্রান্সে ১২ হাজার, তুরস্কে ৩২ হাজার, ইরানে ১৩ হাজার রোগী পাওয়া গেছে।

সর্বশেষ আপডেট: ৪ ডিসেম্বর ২০২০, ১১:২৯
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও