থর থর করে কেঁপে উঠল মাটি আর তার দাপটেই গুঁড়িয়ে গেল আস্ত ব্রিজ। মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের পরে এখন গোটা দেশজুড়ে শুধুই আর্তনাদ আর হাহাকারের ছবি। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিয়ানমারের আভা ব্রিজের হাড়হিম করা দৃশ্যের ছবি।
ফাইল ছবি
শুক্রবার সকালে প্রথমে ৭.৭ এবং পরবর্তীতে ৬.৪ আফটার শকে বিধস্ত হয়েছে মিয়ানমারের বিস্তীর্ণ এলাকা। শুধু মিয়ানমারই নয় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনুভূত হয়েছে এই কম্পন। থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাঙ্কক থেকে উত্তরের শহর চিয়াং মাই বহু এলাকাতেই কম্পন অনুভূত হয়েছে। ইতিমধ্যেই এই কম্পনে গুঁড়িয়ে যাওয়া বহু বাড়ির ভয়ংকর দৃশ্য সামনে আসতে শুরু করেছে। মিয়ানমার থেকে ব্যাঙ্কক ভূমিকম্পের তীব্রতায় বহু বাড়ি থেকে ইমারত ইতিমধ্যেই ধ্বংস হয়েছে। এখন অবধি অন্তত ২৭ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
ফাইল ছবি
পর পর দুই ভূমিকম্পে শুক্রবার কেঁপে উঠেছে মিয়ানমার। দুটি ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৭ এবং ৬.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মোনওয়া শহর থেকে ৫০ কিমি দূরে। ভূমিকম্পের জেরে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা সরকারের। ধীরে ধীরে প্রকাশ্যে আসছে সেই সব খবর। যুদ্ধবন্দীদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে এই ভূমিকম্পে।
ফাইল ছবি
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই ভূমিকম্পের জেরে মন্ডলয়তে ভেঙে পড়েছে একটি মসজিদ। এই মসজিদ ভেঙে প্রাণ গিয়েছে আরও ২০ জনের। ভূমিকম্পে মোট কত জনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়, উদ্ধারকাজ চালাচ্ছে মিয়ানমার প্রশাসন। তবে যে তীব্রতায় ভূমিকম্প হয়েছে, তাতে মৃতের সংখ্যা অনেক বাড়তে পারে।
ফাইল ছবি
মান্দালয়ের এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘আমার চোখের সামনে একটা পাঁচতলা বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়েছে। গোটা শহরে সবাই রাস্তায়। কেউ কোনও বাড়ির ভিতরে ঢোকার সাহস পাচ্ছে না। আমরা খুব ভয়ে আছি।’
সর্বশেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫, ১৭:৩৭
পাঠকের মন্তব্য