মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজারে পবিত্র মাহে রমাদান ও ঈদুল ফিতর উপলক্ষে মনিটরিংকালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে রাজনগর উপজেলার মুন্সীবাজারের বিভিন্ন ফল, মুদিদোকান, মুরগীর আড়ৎ ও সবজির বাজারে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন জেলা বাজার মনিটরিং টিমের কর্মকর্তা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি। এসময় কৃষি বিপণন কর্মকর্তা (বিসিএস কৃষি) মারুফ উদ্দিন চৌধুরী, সাংবাদিক এ.এস.কাঁকন, ক্যাব প্রতিনিধি সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় নানা অনিয়মের অভিযোগে কৃষি বিপণন আইন- ২০১৮ এর ১৯(১) (ঙ), (চ), (ঞ) ধারায় ভ্রাম্যমাণ আদালতে, উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, বিক্রয়মূল্য লেখা না থাকায়, পণ্য ক্রয়ের পাকা ভাউচার (রশীদ) এবং মূল্য তালিকা টানানো না থাকার কারণে চার ব্যবসায়ীকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা এবং তা আদায় করা হয়।
বাজার মনিটরিংকালে টিমের সদস্যরা বাজারের খুচরা ও পাইকারি বিক্রেতাদের সাথে কথা বলেন এবং বিভিন্ন দোকানে পণ্যের দাম, মান, মূল্য তালিকা প্রদর্শন ও পণ্যের সরবরাহ, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি পর্যবেক্ষণ করেন। অভিযানে সহযোগিতা করে জেলা পুলিশ।
সর্বশেষ আপডেট: ১১ মার্চ ২০২৫, ০১:৪১
পাঠকের মন্তব্য