দক্ষিণ সুরমায় আবুল হাসিম এন্ড সৈয়দা হাছনা আরা কল্যাণ ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
সালেহ আহমদ (স’লিপক):

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় আবুল হাসিম এন্ড সৈয়দা হাছনা আরা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে পবিত্র মাহে রমাদ্বানন উপলক্ষে এলাকার গরীব দুঃস্থদের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২ মার্চ) বাদ যোহর নগরীর ২৫নং ওয়ার্ডের বারখলাস্থ সৈয়দ মঞ্জিলে ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আবুল হুসাইন সামুমের অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় সমাজসেবী আবুল হোসেইন মাখনের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বারখলা এলাকার বিশিষ্ট মুরব্বি মোঃ আব্দুল হামিদ (আছলম মিয়া), আবুল হুসাইন সামুম, আব্দুল মুকিত, মুহিন আহমদ, মোঃ শাকিল হোসেন মনসুর। এসময় অন্যান্যদের মধ্যে মিজানুর রহমান, ফাহিম আহমদ, আলী হুসাইন হামযা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ট্রাস্টের পক্ষ থেকে উপহার হিসেবে আলু, পেয়াজ, সয়াবিন তেল, ছোলা, ডাল, দুধ, সেমাই এলাকার গরীব ও দুঃস্থদের ঘরে ঘরে পৌছে দেওয়া হয়। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন হাফিজ শাহিন আহমদ।

সর্বশেষ আপডেট: ৩ মার্চ ২০২৫, ১৭:০৩
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও