প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে দলের আমীর ডা. শফিকুর রহমানের বৈঠক করার পর রাতে পূর্বনির্ধারিত মঙ্গলবারের (২৫ ফেব্রুয়ারি) কর্মসূচি স্থগিত করেছে জামায়াত। এদিন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালনের কথা জানিয়েছিলো দলটি।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দন্ডপ্রাপ্ত সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার অফিসের সামনে কর্মসূচি ডেকেছিল জামায়াত। একইদিন দলটির আমীর স্বেচ্ছা গ্রেফতার হওয়ার কথা জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। ইতোমধ্যে ২৫ ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় ‘শহীদ সেনা দিবস’ ঘোষণা করেছে সরকার।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে ডা. শফিকুর রহমানের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার বিকাল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
পরে পৃথক আরেকটি বিবৃতিতে ২৫ ফেব্রুয়ারি ঘোষিত কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেন জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।
সর্বশেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ২৩:০২
পাঠকের মন্তব্য