ইলন মাস্কের গাড়ি তৈরীর কারখানা নির্মাণ হবে ভারতে, পথের কাঁটা ট্রাম্প?

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্সঃ

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকার সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না ভারতের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পের মনযোগাতে সম্প্রতি আমেরিকা সফর করেছেন। এরপরও লাভ হয়নি তেমন, উল্টো আরও ট্রাম্প চাপিয়ে দিয়েছেন পারস্পারিক শুল্কের বোঝা। তবে, এরই মাঝে ভারতের জন্য এলো সুখবর। বিশ্বের সেরা ধনকুবের ইলন মাস্ক তার টেসলা কোম্পানীর গাড়ি তৈরির দুইটি কারখানা নির্মাণ করতে যাচ্ছেন ভারতে। যেখানে আবার বাঁধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্স এর তথ্য অনুযায়ী টেসলা ভারতের নয়াদিল্লি এবং মুম্বাই শহরে দুটি শোরুমের জন্য স্থান নির্বাচন করেছে এমনকি সেসব কারখানা পরিচালনার জন্য ইতিমধ্যে ১৩ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তিও দিয়েছে। মূলত এই খবরের পরই জ¦লছে প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। ট্রাম্পের ধারণা ইলন মাস্ক ভারতের শুল্ক এড়াতেই সেখানে কারখানা তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘ভারতে টেসলার কারখানা তৈরি করলে তা আমেরিকার প্রতি অন্যায্য হবে’। বর্তমান সময়ে ট্রাম্পের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ইলন মাস্কের। চারিদিকে তো গুঞ্জন রয়েছে যুক্তরাষ্ট্রের নামের প্রেসিডেন্ট ট্রাম্প, মূলত পিছন থেকে সব কলকাঠি নাড়েন মাস্ক। তার সাথে আলোচনা না করে কোন সিদ্ধান্ত নেন না আমেরিকান প্রেসিডেন্ট। এজন্যই নতুন করে শঙ্কা তৈরি হয়েছে ভারতীয়দের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের সময় ট্রাম্প ভারতে গাড়ির উপর উচ্চ শুল্ক আরোপের কথা বলেছিলেন, কিন্তু দ্রুত শুল্ক নিয়ে তাদের অচলাবস্থা দূর করতে সম্মত হন। এ দিকে টেসলার সিইও ইলন মাস্কও ভারতের সমালোচনা করে আসছেন দীর্ঘদিন ধরেই। ভারত গাড়ি আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর জন্য বিদেশের কোন কোম্পানি ভারতে সেভাবে ব্যবসা করতে পারে না। এই শুল্ক নীতি ভারতের লোকাল গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দেয় বলেও অভিযোগ মাস্কের।

এদিকে ট্রাম্প ভারতকে উদ্দেশ্য করে আরও বলেছেন যে দক্ষিণ এশিয়ার এই দেশে মাস্কের গাড়ি বিক্রি করা “অসম্ভব”। তবে মাস্ক ভারতে টেসলার কারখানা নির্মাণ করতে যাচ্ছেন ব্যবসায়িকভাবে লাভবান হতেই। কারণ ভারত সরকারের নতুন নীতিমালা অনুযায়ী কোনও গাড়ি নির্মাতা যদি ভারতে কমপক্ষে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে এবং একটি কারখানা স্থাপন করে তবে আমদানি কর উল্লেখযোগ্যভাবে ১৫ শতাংশ কমিয়ে আনবে ভারত সরকার। বিশ্বের সেরা ধ্বনি ইলন মাস্কের গাড়ি তৈরির কারখানা নির্মাণের সিদ্ধান্ত তাই যুক্তিসংগত বলছেন বিশেষজ্ঞরা। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে কম শুল্কে গাড়ি আমদানি করতে পারবে এও বা কম কিসে? তবে এখানে ডোনাল্ড ট্রাম্প বাঁধার প্রাচীর হয়ে দাঁড়ায় কি না সেটিই এখন দেখার বিষয়।

সর্বশেষ আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৩
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও