ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা এক মিনিটে শুরু কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো। শহীদ মিনারে আসা সর্বস্তরের মানুষের হাতে ছিল ফুলের স্তবক।
ছবি মুক্তিবাণী
নিরাপত্তার স্বার্থে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিপি সদস্যরা অবস্থান নিয়েছেন মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়।
ছবি মুক্তিবাণী
একুশের প্রথম প্রহর থেকে মৌলভীবাজার শহীদ মিনারে জেলা প্রশাসন, মৌলভীবাজার পুলিশ সুপার,মৌলভীবাজার প্রেস ক্লাব,মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।
ছবি মুক্তিবাণী
১৯৭১ সালে রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয় তবে এটি ২০০২ সালে ৫৬/২৬২ নীতি গ্রহণের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এটি শহীদ দিবস হিসাবেও পরিচিত। এ দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে।
ছবি মুক্তিবাণী
শহীদ মিনারে ফুল দিতে আসা মাহদি জামান রাবিব বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে সারাবিশ্বের কাছে বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের ভাইয়েরা ভাষার জন্য জীবন না দিলে আমরা মাতৃভাষায় আজ হয়তো কথা বলতে পারতাম না। আজ তাই ভাষা শহীদদের কে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
পাঠকের মন্তব্য