মারাদোনাকে পরিকল্পিত হত্যা, সন্দেহ চিকিৎসকের দিকে

মারাদোনাকে পরিকল্পিত হত্যা, সন্দেহ চিকিৎসকের দিকে
মারাদোনাকে পরিকল্পিত হত্যা, সন্দেহ চিকিৎসকের দিকে
মুক্তিবাণী অনলাইন ডেস্ক:

চিকিৎসায় অবহেলা করে পরিকল্পিতভাবে মারাদোনাকে হত্যা করা হয়েছে এমন সন্দেহের তীর নিউরোসার্জন লিওপোলতো লুকের দিকে। আর্জেন্টিনার বিচার বিভাগের নির্দেশে এরই মধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করছেন, মারাদোনার মস্তিকে অস্ত্রোপচার করা চিকিৎসক লিওপোলতো লুক।

নিউরোলজিস্ট ড. লিওপোলদো লুক জানান, আমি তার যত্ন নিয়েছি, তাকে বাঁচানোর চেষ্টা করেছি, এটাই কি আমার দোষ ছিল! মারাদোনা তার বাসায় গিয়ে কিভাবে সুস্থ থাকবে, তা তো আমার দেখা বিষয় না। আমি নিউরোসার্জন, আমার কাজ আমি ঠিকভাবে পালন করেছি। আমরা সবাই চাইতাম মারাদোনা যেন মাদক থেকে দূরে থাকে। কিন্তু তিনি কি চাইতেন?

লুক বলেন, মারাদোনার অনিয়ন্ত্রিত জীবন ছিল। শৃঙ্খলাবিহীন জীবনই মারাদোনার জন্য কাল হয়েছে বলে মনে করেন তিনি। লুক আরো জানান, মাদক নিরাময় কেন্দ্রে যেতে চাইতেন না মারাদোনা। শেষ দিকে প্রচন্ড অবসাদেও ভুগছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

ধূম্রজাল তৈরি হয়েছে মারাদোনার মৃত্যু ঘিরে। নভেম্বর মাসের প্রথম দিকে মারাদোনার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে এক সফল অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের মাত্র ২ সপ্তাহ পর মারা যান আর্জেন্টাইন মহাতারকা। স্বাভাবিক মৃত্যু নয় বরং পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সর্বকালের সেরা এই ফুটবলারকে, এমনটা আশঙ্কা করা হচ্ছে।

লিওপোলতো লুকই মারাদোনার মস্তিস্কে অস্ত্রোপচার করেন। তিনি ছিলেন চিকিৎসার সার্বিক দায়িত্বে। বুয়েন্স আয়ার্সের প্রসিকিউটরদের অনুরোধে মারাদোনার ব্যক্তিগত চিকিৎসকের বাসা ও ক্লিনিকে অনুসন্ধানের নির্দেশ দেয় আর্জেন্টিনার বিচার বিভাগ।

সেই নির্দেশের প্রেক্ষিতে পুলিশের ৩০ সদস্যের একটি দল তল্লাসি চালায় লুকের বাড়িতে। ডক্টর লুকের কম্পিউটার, মোবাইল ফোন, মেডিকেল নোট খতিয়ে দেখা হয়। বুয়েন্স আয়ার্সের যে ক্লিনিকে মারাদোনা ভর্তি ছিলেন, সেখানেও তল্লাসি করে পুলিশ। জিজ্ঞাবাবাদ করা হয় মারাদোনার চিকিৎসায় দায়িত্বরত নার্সদের।

তদন্ত রিপোর্ট এখনো প্রকাশ না হলেও চিকিৎসকের সঙ্গে মারাদোনার দ্বন্দ্ব ছিল এমন সন্দেহ প্রসিকিউটরদের। তবে এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখান করছেন ডক্টর লুক। বরং মারাদোনাকে নিয়ে আবেগঘন বার্তা দেন তিনি।

দিয়েগো মারাদোনা আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের কাছে তার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ২৫ নভেম্বর। পোস্টমর্টেমেও তার মৃত্যুর কারণ হৃদরোগই এসেছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। বুয়েনোস আইরেস শহরের উপকণ্ঠে বেল্লা ভিস্তায় বাবা-মায়ের কবরের পাশে তাকে অন্তিম শয়ানে রাখা হয়।

সর্বশেষ আপডেট: ২ ডিসেম্বর ২০২০, ১৬:৩৮
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও