শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল মাউন্টেন বাইক রেস-২০২৫

বিশেষ প্রতিবেদকঃ

সিলেট বাইকিং কমিউনিটি উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল মাউন্টেন বাইক রেস-২০২৫।

ছবি মুক্তিবাণী

ছবি মুক্তিবাণী

সম্প্রতি উপজেলার দার্জিলিং টিলার আঁকাবাঁকা উঁচু নীচু পাহাড়ি রাস্তায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারীদের হাতে নগদ প্রাইজমানি তোলে দেয়া হয়। এছাড়াও রেস সম্পন্ন করা সবাইকে পুরস্কৃত করা হয়।

ছবি মুক্তিবাণী

সিলেট বাইকিং কমিউনিটির এডমিন সহিদ জামান এবং ইকরামুল ইসলাম জানান, সকাল পৌনে ১১টায় শ্রীমঙ্গল উপজেলার দার্জিলিং টিলার আঁকাবাঁকা উঁচু নীচু পাহাড়ি রাস্তায় আয়োজিত এই প্রতিযোগিতায় সিলেট বিভাগ সহ দেশের বিভিন্ন এলাকার বিভিন্ন বয়সী বাইকাররা অংশগ্রহণ করেন। এই প্রথম নরী বাইকাররা সতস্ফুর্তভাবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

ছবি মুক্তিবাণী

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন এসিআই মটরস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস। এসময় সিলেট বাইকিং কমিউনিটির ফাউন্ডার এডমিন শাহিদ জামান সহ এসবিসি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ছবি মুক্তিবাণীছবি মুক্তিবাণী

ছবি মুক্তিবাণীছবি মুক্তিবাণী

সর্বশেষ আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২১:৪৬
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও