মৌজারে অটিজম ও এনডিডি শিশু ও ব্যক্তিদের নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ইং ও চিত্রাংকন প্রতিযোগীতা-পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মৌলভীবাজার (ডিজএ্যাবিলিটি ও রিহ্যাবিলিটেশন) সহকারী পরিচালক মোহাম্মদ যোবায়ের আহম্মেদ এর সভাপতিত্বে ও পি.টি কনসালটেন্ট ইয়াকুব আল আনছারী এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার জেলা সমাজসেবা অফিসের উপ পরিচালক মো: হাবিবুর রহমান।
এসময় হাবিবুর রহমান বলেন-অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা আমাদের পরিবার ও সমাজেরই অংশ।
অটিজম শিশু রয়েছে তাদের প্রতি আমাদের মানসিকতার পরিবর্তন করে তাদেরকে ভালোবাসতে হবে। জীবনের গতি পরিবর্তনের জন্য সবার সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে। কোন ভাবেই অবহেলা করা যাবে না।
সমাজের আর দশটা শিশুর মতো সুস্থ ও স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার অধিকার আমরা খর্ব করতে পারিনা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কনসালটেন্ট সাইকোলজি বিশেষজ্ঞ জামান হোসেন, কনসালটেন্ট মেডিসিন বিশেষজ্ঞ আশিকুর রহমান ও মৌলভীবাজার প্রতিবন্ধী বিষয়ত কর্মকর্তা চন্দন কুমার পাল,এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ প্রমুখ।
পাঠকের মন্তব্য