মৌলভীবাজারের নিতেশ্বরে শতবর্ষী নূরুন্নেছা এর দাফন সম্পন্ন

ফাইল ছবি
ফাইল ছবি
মোঃ সালেহ আহমদ (স’লিপক)

মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন এর সদস্য কবি সালেহ আহমদ (স’লিপক) এর নানী, সদর উপজেলার ১২নং গিয়াস নগর ইউপির নিতেশ্বর মাস্টার বাড়ি নিবাসী শতবর্ষী নূরুন্নেছা রবিবার (২৬ জানুয়ারি) পৌঁনে ৮টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)


মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১২০ বছর। তিনি দুই মেয়ে এবং দুই ছেলের বউ, নাতি-পুতি সহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।


বাদ আসর মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউপির মোকামবাজারস্থ নিতেশ্বর গোমড়া জামে মসজিদ ঈদগাহে মরহুমার জানাজার নামাজে শেষে তাঁকে নিতেশ্বর গোমড়া কবরস্থানে সমাহিত করা হয়।

সর্বশেষ আপডেট: ২৬ জানুয়ারী ২০২৫, ২১:৪০
monir
Admin

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও