সংগঠনের মাধ্যমে-ই পৃথিবীতে কবি লেখকদের পরিচিতি ও প্রতিভার বিকাশ ঘটে- কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী

সালেহ আহমদ (স’লিপক):

বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান বিশিষ্ট সাহিত্য গবেষক কলামিস্ট ও সংগঠক কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, পৃথিবীতে কবি লেখকদের পরিচিতি, খ্যাতি এবং প্রতিভার প্রকাশ ও বিকাশ ঘটেছে বিভিন্ন শক্তিশালী সাহিত্য সংগঠনের সাংগঠনিক সভা সেমিনার আয়োজনের মাধ্যমে। একজন কবি লেখকের বই পুস্তক এর প্রকাশনা উৎসব এবং গ্রন্থালোচনার জন্য দরকার হয় কোন না কোন সাহিত্য সংগঠনের মাধ্যমে প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করার। কবিতা পাঠ, কবিতা আবৃত্তি করতে আয়োজন করতে হয় কবিতার পাঠের আসর।

তিনি বলেন, আমাদের ভারতবর্ষে বৃটিশ বিরোধী আন্দোলনের প্রেরণা জুগিয়েছিলো বঙ্গীয় সাহিত্য সম্মেলন, বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলন, নিখিল ভারত বঙ্গ সাহিত্যে সম্মেলন। কাগমারী সম্মেলনের মাধ্যমে মৌলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বীজ বপন করেছিলেন। খেলাঘর, উদীচী, ছায়ানট এর অবদান রয়েছে আমাদের চেতনা লালনে। বর্তমান সময়ে অনলাইনে ফেইসবুক গ্রুপের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শিল্প সাহিত্য চর্চা করছে হাজার হাজার, লাখ লাখ লোক; যা অস্বীকার করা সম্ভব হবে না কখনো-ই। তিনি অনুষ্ঠানের আয়োজক ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামকে আন্তরিক অভিনন্দন জানান।

শুক্রবার (২৪ জানুয়ারী) বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মেলন কক্ষে ইউএসএ আন্তর্জাতিক সাহিত্য ফোরামের আয়োজনে “সাহিত্যের প্রকাশে সংগঠনের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী উল্লেখিত কথাগুলো বলেন।

সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি কবি আবু সালেহ আহমদের সভাপতিত্বে ও মাসুদ করিমের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সাহিত্য গবেষক অধ্যাপক প্রাণ কান্ত দাস। বিশেষ অতিথি ছিলেন লন্ডন প্রবাসী লেখক কবি সৈয়দ মিজান। আলোচনায় অংশ নেন সৈয়দ বশিরুল আলম।

স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি কাজী সাহেদ বিন জাফর, কবি ওমর ফারুক, কবি শরীফ আহমদ, কবি শুকরিয়া বেগম, কবি নাছরিন সুলতানা, কবি জয়নাল আবেদীন বেগ, কবি ছয়ফুল আলম পারুল, কবি আরাফাত মিয়া, কবি সাহিনা জালালি পিয়ারা, কবি  ছাদির হোসেন প্রমুখ। গান পরিবেশন করেন আবর মিয়া পীর, কুবাদ বখত চৌধুরী, এম জে মনি খান।

সর্বশেষ আপডেট: ২৬ জানুয়ারী ২০২৫, ১৭:৩৬
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও