বৃটেনের লন্ডন টাওয়ার হেলমেটস এর স্পীকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ বলেছেন, বিশ্বায়নের যুগে আমাদের সন্তানদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, আজ যা মানুষ করছে ২০৩০ সালের মধ্যে তা যন্ত্রের সাহায্যে হবে। তখন মানুষের কর্মপরিধি সীমিত হয়ে আসবে।
এই প্রযুক্তির তত্ত্ব মানুষ জানার জন্য তৈরী থাকতে হবে। এ জন্য শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে।
রবিবার (১২ জানুয়ারি) সকালে সিলেট নগরীর মানিকপীর রোডস্থ ইএসডি ফাউন্ডেশন পরিচালিত উইমেন্স মডেল কলেজ এন্ড স্কুল শাখার রিফ্রেসারস ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে বৃটেনের লন্ডন টাওয়ার হেলমেটস এর স্পীকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ একথা বলেন।
ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্করের সভাপতিত্বে এবং প্রভাষক স্নিগ্ধা চক্রবর্ত্তী ও প্রভাষক হেলাল হামামের যৌথ সঞ্চালনায় রিফ্রেসারস ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন লন্ডনের সলিসিটর আনসার হাবীব, ইএসডি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জে.এম.এইচ.জে ফেরদৌস, কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাফাদার, ইউকে প্রবাসী কমিউনিটি নেতা আবুল হোসেন, আব্দুল করিম জলিল, আব্দুল্লাহ আল মামুন, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন ফারুক, কমিউনিটি নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী, আবু আহমদ এমদাদ।
স্বাগত বক্তব্য রাখেন স্কুল শাখার কো অর্ডিনেটর শিল্পী বিশ্বাস। বক্তব্য রাখেন স্কুল শাখার ইনচার্জ মরিয়মুন নেছা মল্লিকা, শিক্ষার্থী ফাইজা আক্তার। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাইশা জাহান মীম। গীতা পাঠ করেন পূর্ণিমা চক্রবর্ত্তী।
সর্বশেষ আপডেট: ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:০৩
পাঠকের মন্তব্য