সিরাজনগর দরবার শরীফের ৫০তম আন্তর্জাতিক সুন্নী সম্মেলনের পরামর্শ সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স‘লিপক):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর দরবার শরীফের ৫০তম উরসে আউলিয়া ও আন্তর্জাতিক সুন্নী সম্মেলন সফল করার লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

ছবি মুক্তিবাণী

সোমবার (৬ জানুয়ারী) সকাল ১০টায় বৃহত্তর সিলেটে সুন্নীয়তের অন্যতম প্রাণকেন্দ্র সিরাজনগর দরবার শরীফে পীরে ত্বরীকত, উস্তাযুল উলামা আল্লামা সাহেব ক্বিবলা সিরাজনগরী (মা.জি.আ.) এর সদারতে পরামর্শ সভায় সভাপতিত্ব করেন মাস্টার মোঃ নুরুল ইসলাম খান।

ছবি মুক্তিবাণী

সিরাজনগর গাউছিয়া জালালিয়া মমতাজিয়া সুন্নীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা ময়দানে আগামী ২২ জানুয়ারী বুধবার দিবারাত্রব্যাপী অনুষ্ঠিতব্য ৫০তম উরসে আউলিয়া ও আন্তর্জাতিক সুন্নী সম্মেলন সফল করার লক্ষ্যে পরামর্শ সভায় সম্মেলন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, আঞ্জুমানে ছালেকীন বাংলাদেশ এর নেতৃবৃন্দ, গাউছিয়া দারুল ক্বিরাত নেতৃবৃন্দ, সিরাজনগর দরবার শরীফের খাদেম ও আশেকান, মাদরাসার শিক্ষকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার যুব সমাজ উপস্থিত ছিলেন।

ছবি মুক্তিবাণী

এসময় উপস্থিত সভ্যগণ ৫০তম উরসে আউলিয়া ও আন্তর্জাতিক সুন্নী সম্মেলন সফল করার লক্ষ্যে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ ব্যক্ত করেন এবং আগামী ২২ জানুয়ারী অনুষ্ঠিতব্য ৫০তম উরসে আউলিয়া ও আন্তর্জাতিক সুন্নী সম্মেলনকে সফল করতে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেন।

পরে, এলাকার মুর্দেগান এবং দেশ-বিদেশে বসবাসকারী প্রবাসী এবং মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আল্লামা সাহেব ক্বিবলা সিরাজনগরী (মা.জি.আ.) এর বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

৫০তম উরসে আউলিয়া ও আন্তর্জাতিক সুন্নী সম্মেলন কমিটি ও সিরাজনগর দরবার শরীফের পক্ষে সিরাজনগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ পীরজাদা আল্লামা মুফতি শেখ শিব্বির আহমদ জানান, প্রতি বছরের ন্যায় এবারও সম্মেলনকে কেন্দ্র করে নানান কর্মসূচী গ্রহণ করা হয়েছে। দেশ-বিদেশের প্রখ্যাত বরেণ্য সুন্নী উলামায়ে ক্বেরাম, পীর-মাশায়েখ ও সুধীবৃন্দ সম্মেলনে উপস্থিত থাকবেন। মহান আল্লাহপাক যেন তাঁর প্রিয় হাবীব নুরনবী (দ.) এর উসিলায় সম্মেলনকে কেন্দ্র করে সবার শ্রম, দান ও সৎ পরামর্শ সহ সার্বিক সহযোগিতা এসব কবুল করেন। আমীন

সর্বশেষ আপডেট: ৮ জানুয়ারী ২০২৫, ২১:৫২
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও