মানুষ আর মানুষ। যেদিকে চোখ যায় শুধু মানুষ। হঠাৎ করে যেন থমকে দাঁড়িয়েছিল ঢাকা শহর। গুলশান থেকে বিমানবন্দর কয়েক কিলোমিটার জুড়ে লাখো জনতা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাধা-বিপত্তি পেরিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেয়া রাজকীয় বহরের এয়ার অ্যাম্বুলেন্স বিমানবন্দরে অপেক্ষমাণ। গোটা বিশ্বের গণমাধ্যমের চোখ তাঁর দিকে। গুলশানের ‘ফিরোজা’র বাসা থেকে যথাসময়ে খালেদা জিয়াকে নিয়ে চিকিৎসকরা বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দেন। কিন্তু প্রাণের নেত্রী চিকিৎসার জন্য বিদেশ যাবেন; তাকে একনজর দেখার জন্য বিকাল থেকেই গুলশানে আসতে শুরু করে হাজারো মানুষ।
সন্ধ্যার পর সেখানে মানুষের ঢল নামে। মানুষের ভিড় ঠেলে ধীরে ধীরে এগিয়ে চলছে বেগম জিয়াকে বহন করা গাড়ির বহর। পাশের রাস্তায় সব ধরনের যানবাহন থমকে দাঁড়িয়েছে নেত্রীকে এক নজর দেখার জন্য। শুধু কি সড়ক, বিমান বন্দরে লাখো জনতা জড়ো হয়েছেন। এ এক অভাবনীয় দৃশ্য। বছরের পর বছর ধরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা দিয়েছে পতিত হাসিনা। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়। ৭৮ বছর বয়সী দেশনেত্রী বেগম জিয়াকে বিমান বন্দরে বিদায় জানান লাখো অনুরাগী। কেউ চোখের পানিতে, কেউ উৎফুল্লচিত্তে অসুস্থ নেত্রীকে বিদায় জানান। গণমানুষের নেত্রী বিদেশে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরে জনগণের সেবা করতে পারেন এ দোয়া ও আল্লাহর দরবারে প্রার্থনা করেন বিমানবন্দরে উপস্থিত জনতা। বেগম জিয়াকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমানসহ হাজারো নেতাকর্মী। এ যেন এক ইতিহাস। একজন নেত্রী বিদেশে চিকিৎসা করাতে যাবেন তাকে বিদায় জানানোর লক্ষ্যে লাখো জনতার উপস্থিতি বাংলাদেশ কেন বিশ্বের কোনো দেশে ঘটেছে বলে জানা যায় না।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের বিশ্বাসী রাজনীতির আস্থার প্রতীক। দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন। তাঁর নেতৃত্বে দেশের রাজনীতির বাঁকে বাঁকে হয়েছে ‘রাজনীতির মেরুকরণ’। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে পেয়েছেন ‘আপোষহীন নেত্রীর’ খেতাব। শুধু দলের নেতাকর্মীই নয় দেশ জুড়ে রয়েছে তাঁর লাখো-কোটি অনুসারী, অনুরাগী, ভক্ত। এমনকি জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলেও রয়েছে তাকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা। তিনি হাসলে লাখ লাখ মানুষ উৎফুল্ল হন; তিনি কাঁদলে লাখো মানুষ কান্নায় ভেঙে পড়েন। যার অসুস্থতায় মোনাজাতে উঠে কোটি কোটি হাত। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং দুই বারের বিরোধীদলীয় নেতা বেগম জিয়া মিথ্যা ও বানোয়াট মামলায় দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ছিলেন কারাবন্দী। প্রায় সাড়ে ৪ বছর ছিলেন গৃহবন্দী (নির্বাহী আদেশে মুক্ত থাকলেও রাজনৈতিক কর্মকা- ও বিদেশ যেতে নিষেধাজ্ঞা ছিল)। দীর্ঘ প্রায় সাড়ে ৬ বছর ধরেই তিনি ছিলেন চিকিৎসা বঞ্চিত। কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেও পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বেগম জিয়াকে যথাযথ চিকিৎসার সুযোগ দেয়নি। চিকিৎসকদের পক্ষ থেকে বারবার বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানোর অনুরোধ এবং পরিবার আবেদন জানালেও তাতে সাড়া দেয়নি হাসিনা সরকার। বরং বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তুচ্ছ্য-তাচ্ছিল্য করে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার হাসিনা বলেছিলেন, ‘খালেদা জিয়ার বয়স এখন আশির ওপরে। রোজই শুনি এই মরে মরে, এই যায় যায়। বয়স তো আশির ওপরে। এমনিই তো সময় হয়ে গেছে। তার মধ্যে অসুস্থ। এখানে এত কান্নাকাটি করে তো লাভ নাই।’ অবশেষে দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যাসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগতে থাকা ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে রওয়ানা হয়েছেন। গতকাল রাতে কাতারের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়া ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দোহা হয়ে যুক্তরাজ্যের লন্ডনের হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে রওয়ানা হন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার জেনে রাজকীয় বহরের এই বিশেষ বিমান দিয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্সের রাজকীয় কাতারের চারজন চিকিৎসক এবং প্যারা মেডিক্সগণ ছিলেন। এছাড়া খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ৬ জন সদস্য একই বিমানে ছিলেন। তারা হলেন- প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডা. এফএম সিদ্দিক, প্রফেসর ডা. নরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন। আজ বুধবার লন্ডন পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন সাবেক প্রধানমন্ত্রী। লন্ডনে পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রীসহ স্বজনরা খালেদা জিয়াকে স্বাগত জানাবেন। এর ফলে ৭ বছরেরও বেশি সময় পর দেখা হবে মা-ছেলের। এর আগে সর্বশেষ ২০১৭ সালের যুক্তরাজ্যেই চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছিলেন বেগম জিয়া।
এর আগে গতকাল রাত সোয়া ৮টার দিকে বেগম খালেদা জিয়া তাঁর গুলশানের বাসভবন ফিরোজা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা করেন। এ সময় ফিরোজা থেকে গুলশান-২, কাকলি হয়ে বিমানবন্দর পর্যন্ত পুরো সড়ক জুড়েই ছিল লাখ লাখ মানুষের ভিড়। বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে এবং তাঁর সুস্থতা কামনায় ঢল নামে বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের। তাদের সকলের প্রত্যাশা দেশের গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন এই নেত্রী যেন চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারো দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে পারেন।
যদিও বেগম খালেদা জিয়া সোয়া ৮টায় বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হন কিন্তু তাঁর বিদেশ যাত্রা উপলক্ষে বিকাল থেকেই গুলশানে ফিরোজার সামনে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। সন্ধ্যা নামার আগেই ফিরোজাকে কেন্দ্র করে লোকে লোকারণ্য হয়ে উঠে গুলশান-২ এলাকা। এছাড়া সন্ধ্যা ৭টার পর থেকেই বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে এবং এক পলক দেখার জন্য গুলশান-কাকলী-বিমানবন্দর পর্যন্ত পুরো সড়কের এক পাশে জড়ো হতে থাকেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। আর তিনি যখন গুলশান থেকে রওয়ানা হন তখন তাঁর গাড়িবহরকে কেন্দ্র করে গোটা সড়কটিতে যেন নেমেছিল জনস্রোত। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে যারা প্রাণের নেত্রী বেগম জিয়াকে দেখতে পেয়েছেন তারা খুশিতে হয়েছেন আত্মহারা, আর যারা দেখতে পাননি তারাও খুশি হয়েছেন দেশনেত্রীর চিকিৎসার সুযোগে। বেগম জিয়াও যাত্রা পথে মাঝে মাঝে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ, কর্মী-সমর্থকদের উদ্দেশে গাড়ির ভেতরে বসে থেকেই হাত নেড়েছেন। মানুষের এই স্রোত ঠেলে ১০ মিনিট দূরত্বের পথ বেগম খালেদা জিয়ার পাড়ি দিতে সময় লেগেছে দেড় ঘণ্টা।
মানুষের এই স্রোত ঠেলে রাত সোয়া ৮টায় রওনা হয়ে রাত ১০টা ৪৮ মিনিটে খালেদা জিয়ার গাড়ি বহর হযরত শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করে। এরপর একে একে তার সাথে থাকা বহরের গাড়িগুলো বিমানবন্দরে প্রবেশ করে। খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটিতে উঠেন রাত ১১টা ২৮ মিনিটে। এয়ার অ্যাম্বুলেন্সটি ১১টা ৩৪ মিনিটে ধীরে ধীরে রানওয়ের দিকে যায়। খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দ্যেশে যাত্রা শুরু করে।
বিমানবন্দরে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন যাত্রা উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরের বাইরে (ল্যান্ডসাইড) নিরাপত্তায় এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ডিবি এবং সোয়াতের মতো স্পেশাল টিমের সদস্যরাও। বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মঞ্জুর কবির ভুঁইয়া বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে দিকে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় বিএনপির নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক মানুষ বিমানবন্দর ও আশপাশের এলাকায় জড়ো হন। তাদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এভসেক, এপিবিএনসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীও মোতায়েন করা হয়। তিনি বলেন, বিমানবন্দরের বাইরে ও ভেতরে তাঁর (খালেদা জিয়া) যেন কোনো ধরনের সমস্যা না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা রাখা হয়।
ভিআইপি প্রটোকল প্রদান করবে হিথ্রো কর্তৃপক্ষ : বুধবার লন্ডনে পৌঁছাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে তাকে ভিআইপি প্রটোকল প্রদান করবে হিথ্রো কর্তৃপক্ষ। যুক্তরাজ্য বিএনপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
৭ বছর পর দেখা হবে মা-ছেলের : ১/১১’র তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়া কারাবন্দী হন এবং ছেলে তারেক রহমান গ্রেফতার এবং পরবর্তীতে কারাবন্দী অবস্থায় অবর্ণনীয় নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার যুক্তরাজ্যে যান। আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা প্রদান করলে দীর্ঘ হয় তারেক রহমানের প্রবাস জীবন। তবে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলে দেখা হতো মা-ছেলের। কিন্তু ২০১৮ সালে পতিত হাসিনা সরকার মিথ্যা মামলায় বেগম জিয়াকে কারাবন্দী ও গৃহবন্দী করলে দীর্ঘ ৭ বছরেরও বেশি সময় ধরে বিচ্ছিন্ন মা-ছেলে। সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন বেগম জিয়া, চিকিৎসা শেষে ফিরেছিলেন একই বছরের ১৮ অক্টোবর। সেইবার খালেদা জিয়াকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিজেই গাড়ি চালিয়ে বাসায় নিয়ে যান তারেক রহমান। তাঁর সেই সফরে লন্ডনের মরফিন্ড আই হাসপাতালে খালেদা জিয়ার চোখের অপারেশন করানো হয়েছিল। দীর্ঘ ৭ বছর আড়াই মাস পর আজ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দেখা হতে যাচ্ছে। খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানাবেন তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানসহ স্বজনরা। তবে অসুস্থ থাকায় এবার বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিক হাসপাতালে নেয়া হবে। সেখানে তাঁর চিকিৎসা চলবে।
এয়ার অ্যাম্বুলেন্সে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম : কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাচ্ছেন গতকাল লন্ডন রওয়ানা করেছেন খালেদা জিয়া। জটিল রোগীদের দীর্ঘ দূরত্বে স্থানান্তরের জন্য অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত এয়ারবাস এ৩১৯ মডেলের উড়োজাহাজটি। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম এ৩১৯ এয়ার অ্যাম্বুলেন্সের উন্নত চিকিৎসা সক্ষমতার বিস্তারিত জানান। তিনি এটাকে ফ্লাইং ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) হিসেবে বর্ণনা করেন। নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের দেয়া তথ্য অনুযায়ী, এ৩১৯ মডেলের এই উড়োজাহাজে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, ইনফিউশন পাম্প ও উন্নত কার্ডিয়াক মনিটর রয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের জরুরি পরিস্থিতির জন্য প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ সংরক্ষণের জন্যেও এতে আলাদা জায়গা রয়েছে। এই উড়োজাহাজে চিকিৎসা কর্মীদের নির্বিঘœ চলাচলের সুবিধা ছাড়াও জীবন রক্ষাকারী চিকিৎসাসেবা দেয়া যাবে। প্রথাগত এয়ার অ্যাম্বুলেন্সের তুলনায়, এ৩১৯ এর প্রশস্ত কেবিনে চিকিৎসা কর্মীদের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। কাস্টমাইজড স্ট্রেচার, রোগীর ব্যক্তিগত জোন ও পরিবারের সদস্য বা বিশেষজ্ঞদের জন্য আলাদা আসনের ব্যবস্থা রয়েছে এখানে।
সর্বশেষ আপডেট: ৮ জানুয়ারী ২০২৫, ০১:১৬
পাঠকের মন্তব্য