মৌলভীবাজারে সুশীল সমাজের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় ও তারুণ্যের উৎসব প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন মতবিনিময় ও তারুণ্যের উৎসব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সোয়া এগারোটায় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগান নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

ছবি মুক্তিবাণী

তারুণ্যের উৎসব উদযাপন প্রস্তুতিমূলক সভায় মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশ, একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেল আলী, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সহ-বার্তা সম্পাদক কবি সালেহ আহমদ (স’লিপক), সিনিয়র স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান মনির সহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন।

ছবি মুক্তিবাণী

পরে দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলা সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মরত কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সুধী সমাজ ও ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ছবি মুক্তিবাণী

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক ছাদিক আহমেদ, এস এম উমেদ আলী, মু. ইমাদ উদ দীন, এম এ হামিদ, মাহবুবুর রহমান রাহেল, মঈনুল ইসলাম, একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেল আলী প্রমুখ।

এসময় মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশ, একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেল আলী, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সহ-বার্তা সম্পাদক কবি সালেহ আহমদ (স’লিপক), সিনিয়র স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান মনির, সিনিয়র স্টাফ রিপোর্টার দুরুদ আহমেদ, এনামুল হক আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ছবি মুক্তিবাণী

নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন তার বক্তব্যে উপজেলার সার্বিক কল্যাণে নিবেদীত হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে সবার সহযোগিতা এবং মৌলভীবাজার সদর উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় তিনি সাংবাদিকদের সমস্যা ও সম্ভাবনার তথ্য দিয়ে সহযোগিতা কামনা করেন।

এসময় সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তাদের বক্তব্যে সদর উপজেলার নানা সমস্যা ও সম্ভাবনার তথ্য তুলে ধরে তাদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

সর্বশেষ আপডেট: ৩ জানুয়ারী ২০২৫, ১৫:১৯
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও