শমশেরনগর হাসপাতাল পরিদর্শন করলেন দুই বিশেষজ্ঞ চিকিৎসক

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন কেয়ার বাংলাদেশ এর স্বাস্থ্য ও পুষ্টি প্রোগ্রাম পরিচালক ডাক্তার ইফতেখার খন্দকার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল হিস্টো প্যাথলজি বিভাগের অধ্যাপক ডাক্তার ফেরদৌসী বেগম।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিশেষজ্ঞ চিকিৎসকদ্বয়ের আকস্মিকভাবে শমশেরনগর হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী তাদেরকে হাসপাতাল চত্ত্বর ও আউটডোর সার্ভিসের প্রতিটি কক্ষ এবং প্যাথলজি বিভাগ ঘুরে দেখান।

ছবি মুক্তিবাণী

পরে আনুষ্ঠানিকভাবে অতিথিকে শমশেরনগর হাসপাতালের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। সাথে সাথে তাঁদের হাসপাতালের সুভেনির মগ উপহার দেওয়া হয়।

শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী শমশেরনগর হাসপাতাল স্থাপন, তহবিল গঠন, পর্যায়ক্রমে ভবিষ্যৎ পরিকল্পনা অতিথি চিকিৎসকদের সামনে উপস্থাপন করেন। তিনি বেশ জোর দিয়ে বলেন, প্রবাসীরাই আমাদের অক্সিজেন। তারা আর্থিক সহায়তা দিয়েছেন ও দিচ্ছেন বলে আমরা শমশেরনগর হাসপাতাল বাস্তবায়নে কাজ করছি। এখন আপনাদের মতো ব্যক্তিরা প্রয়োজনীয় সুপরামর্শ দিবেন।

অতিথি চিকিৎসকদ্বয় তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, প্রয়োজনে আবার আসবো এবং এখন থেকে শমশেরনগর হাসপাতাল পরিবারের হয়ে কাজ করবো।

এসময় শমশেরনগর হাসপাতাল কমিটির সদস্য সচিব আব্দুস সালাম, সহকারী অর্থ সচিব জামাল উদ্দিন, সহকারী সদস্য সচিব মাওলানা হেলাল উদ্দিন এবং নির্বাহী সদস্য ও মৌলভীবাজার সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স লিলি রানী দাশ সহ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার, নার্স ও স্টাফরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৭:০৬
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও