মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার ভোরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। দিনের শুরুতে স্থানীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেছে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
কেন্দ্রীয় শহীদ মিনারে ও গণকবরে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের উদ্দেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।, পুলিশ সুপার ম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন-পিপিএম, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন,মিজানুর রাহমানসহ বিএনপির অঙ্গ সংগঠন, জেলা জামায়াতের আমীর ইনন্জি: সাহেদ আলী, সেক্রেটারী ইয়ামীর আলী, সরকারী কলেজ, প্রেসক্লাব,সিভিল সার্জনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংগঠন।
সর্বশেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮
পাঠকের মন্তব্য