কমলগঞ্জের মণিপুরী নটপালা কীর্তনের শিল্পী অজা লক্ষ্মীন সিংহ এর পরলোক গমন

ছবি সংগ্রহ
ছবি সংগ্রহ
সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর ঝাপেরগাঁও গ্রামের কৃর্তী সন্তান বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের কৃর্তীপুরুষ বাংলাদেশ-ভারতের জনপ্রিয় নটপালা কীর্তনের শিল্পী (ইসালপা) অজা শ্রী লক্ষ্মীন সিংহ শুক্রবার (৬ ডিসেম্বর) ভোর ৫টায় নিজ বাড়িতে ইহধাম ত্যাগ করে পরলোক গমন করেছেন।

ছবি সংগ্রহ

তার প্রয়াণে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে শোকের ছায়া নেমে আসে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী কালচারাল গ্যালারীর পক্ষ থেকে প্রয়াত অজা শ্রী লক্ষ্মীন সিংহ এর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তার আত্মা বৈকুন্ঠে প্রভুর চরনে সেবা করে থাকুক এই প্রার্থনা করা হয়।

সর্বশেষ আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪, ২২:১৮
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও