সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পশ্চিমপাড়া নিবাসী, সুরমা সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সদস্য, সিলেট-ঢাকা দক্ষিণ-ভাদেশ্বর মিনিবাস মালিক সমিতির ব্যবস্থাপক আব্দুর রকিবের মৃত্যুতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পশ্চিমপাড়াস্থ মরহুমের বাসভবনে খতমে কোরআন ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারকে ধর্য্য ধারণে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলে দক্ষিণ সুরমা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুম মাস্টার, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, সুরমা সমাজ কল্যাণ সংঘের সভাপতি হাজী সিরাজুল ইসলাম, প্রবীণ মুরব্বী গৌছ আলী, চান মিয়া, ওবায়দুর রহমান বাদশা, মতছির আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ আপডেট: ২ ডিসেম্বর ২০২৪, ১৮:৫০
পাঠকের মন্তব্য