মার্কিন ৬ষ্ঠ বৃহৎ কোম্পানি এখন এলন মাস্কের টেসলা

মার্কিন ৬ষ্ঠ বৃহৎ কোম্পানি এখন এলন মাস্কের টেসলা
মার্কিন ৬ষ্ঠ বৃহৎ কোম্পানি এখন এলন মাস্কের টেসলা
মুক্তিবাণী অনলাইন ডেস্ক রিপোর্ট :

পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আস্থার ওপর ভর করে ৬ষ্ঠ বৃহৎ মার্কিন কোম্পানি হিসেবে নিজের জায়গা করে নিল বিশ্বের ২য় শীর্ষ ধনী এলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা। 

শুক্রবারের (২৭ নভেম্বর) হিসাবে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে  ৫৫৫ বিলিয়ন ডলারে। আর এদিনের হিসাবে ওয়ারেন বাফেটের বার্কশায়ার হাথওয়ের বাজার মূলধনের পরিমাণ ৫৪২.৪ বিলিয়ন ডলার।

এদিকে, করোনাকালে বিনিয়োগ টানতে আবারও রেকর্ড করেছে মার্কিন পুঁজিবাজার। শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির পুঁজিবাজারের প্রধান দুটি সূচক বেড়েছে এখন পর্যন্ত সর্বোচ্চ। তাও আবার এর আগের দিন ডওজন্স সূচক রেকর্ড ৩০ হাজার পয়েন্টস ছোঁয়ার পরদিন এমন ঘটনা ঘটল।

মার্কিন পু্জিবাজারের তথ্যে দেখা যায়, থ্যাংকসগিভিং ডে’র পরদিন এসঅ্যান্ডপি-৫০০ সূচক বেড়েছে দশমিক ২ শতাংশ এবং দিন শেষ হয়েছে রেকর্ড ৩ হাজার ৬৩৮ পয়েন্টস স্পর্শ করে।

সর্বশেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২০, ১৮:৫৬
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও