টাঙ্গাইলে কোরআন অবমাননার প্রতিবাদে সড়ক অবরোধ, অভিযুক্ত গ্রেপ্তার

টাঙ্গাইলে সড়ক অবরোধ
টাঙ্গাইলে সড়ক অবরোধ
টাঙ্গাইল সংবাদদাতা :

টাঙ্গাইলের মধুপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে তন্ময় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন কোরআন অবমাননার প্রতিবাদে জলছত্র এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ তন্ময়কে গ্রেপ্তার করে। পরে তারা কঠিন শাস্তির দাবি জানিয়ে অবরোধ তুলে নেয়। তন্ময় ওই এলাকার অশোক বাবুর ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার জলছত্র এলাকার অশোক বাবু ছেলে তন্ময় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ নিয়ে কটুক্তি ও অবমাননাকর কথাবার্তা বলে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তন্ময়কে গ্রেপ্তার ও তার শাস্তির দাবিতে আজ সকালে মধুপুরের জলছত্র সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ তন্ময়কে গ্রেপ্তার করলে লোকজন অবরোধ তুলে নেয়।

এ বিষয়ে মধুপুর থানা অফিসার ইনচার্জ তারিক কামাল বলেন, পবিত্র কোরআন অবমাননার অভিযোগে তন্ময় নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২০, ১৪:২৮
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও