বেগম মতিয়া চৌধুরী আর নেই

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্সঃ

জাতীয় সংসদের সাবেক সরকার দলীয় উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

মতিয়া চৌধুরী আজ দুপুর সারে ১২ টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জিন্নাহ। তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বেগম মতিয়া চৌধুরী শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন থেকে ১৯৯১ সালে ৫ম সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০১ সালে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর নিকট পরাজিত হয়েছিলেন। এছাড়া তিনি এ আসন থেকে সর্বশেষ ২০২৪ সালের ১২ তম সংসদ নির্বাচন পর্যন্ত ৬ বার এমপি নির্বাচিত হন। এবং সংসদের সরকার দলীয় উপনেতা নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

সর্বশেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৪, ১৫:১৪
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও