ঘরে ঢুকে দীপ্ত টিভির কর্মকর্তাকে হত্যা

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্সঃ

ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বে ডেভেলপার কোম্পানির ভাড়াটে সন্ত্রাসীদের হাতে ল্যান্ড ডোনারের পুত্র তানজিল জাহান ইসলাম তামিম (৩২)কে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দিকে রামপুরার মহানগর প্রজেক্টের চার নম্বর রোডের ডি-ব্লকের বাড়ির আট তলার একটি ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। নিহত তামিম বেসরকারি সম্প্রচার মাধ্যম দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় ডেভেলপার কোম্পানীর একজন প্রকৌশলী ও ভাড়া করা দুইজন সন্ত্রাসীসহ মোট তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মহানগর প্রজেক্টের ওই বাড়িটির ল্যান্ড ডোনার তামিমের বাবাসহ মোট তিনজন। প্লেসান্ট প্রোপার্টিস নামে একটি ডেভলপার কোম্পানি সেখানে ফ্ল্যাট নির্মাণ করে। ওই কোম্পানীর সঙ্গে ফ্ল্যাট নিয়ে দ্বন্ধ ছিলো জমির মালিকদের।

তাদের সঙ্গে ডেভেলপার কোম্পানির দ্বন্দ্বের জের ধরে ওই বাড়িতে ঢোকেন প্লেসান্ট প্রোপার্টিস নামে ডেভলপার কোম্পানির লোকজন। নিজেদের জমিতে নির্মিত অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট পাওয়া নিয়ে ডেভেলপার কোম্পানি ও তামিমদের বিরোধ চলছিল। গত বুধবার রাতে তামিমের বাবাকে হুমকি দিয়েছিলো কোম্পানীর লোকজন। এ ব্যাপারে অভিযোগ দিলেও তা গ্রহণ করেনি থানা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোম্পানীর লোকজন ওই ফ্ল্যাটে প্রবেশ করে। তাদের সঙ্গে ছিল বহিরাগত অনেক সন্ত্রাসী। বাসায় এসেই তারা ল্যান্ড ডোনারদের সঙ্গে বাকবিত-া শুরু করেন। তর্কাতর্কির এক পর্যায়ে তারা তামিমের বুকে কিল-ঘুষি দেন। এরপর তার গলা টিপে ধরেন। এতে অচেতন হয়ে পড়ের তামিম। ঘটনার পরপরই লোকজন তামিমকে উদ্ধার করে মনোয়ারা হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

তামিমের বাবার অভিযোগ, প্লেসান্ট প্রোপার্টিস নামে ওই কোম্পানির কর্ণধার শেখ রবিউল আলম রবির নির্দেশে এ হত্যাকা- ঘটেছে। এ ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশকে ঘটনাটি জানায়।

জানতে চাইলে রামপুরা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ প্লেসান্ট প্রোপার্টিসের প্রকৌশলীসহ তিনজনকে গ্রেফতার করে। জড়িতদের অন্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪, ০১:১২
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও