সাবের হোসেন চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব আমিনুল গ্রেফতার

ছবি সংগ্রহঃ
ছবি সংগ্রহঃ
মুক্তিবাণী অনলাইন ডেক্সঃ

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি প্রধান) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, রাজধানীর গুলশান থেকে সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

তিনি খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য (এমপি) ছিলেন। মন্ত্রিসভায় তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তিনি ২০০১-২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হিসেবে ঢাকা বিভাগের দায়িত্ব পালনের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া রাজধানীর বনানী থেকে গ্রেফতার আমিনুল ইসলাম খানকে গতকাল রোববার বনানী থেকে গ্রেফতার করেছে ডিবি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। তবে, কোন মামলায় তাকে আটক করা হলো তা জানা যায়নি। এরআগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদ থেকে ২০২৩ সালের মার্চে অবসরে যান আমিনুল ইসলাম খান।

সর্বশেষ আপডেট: ৭ অক্টোবর ২০২৪, ০১:৫৮
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও