ড. ইউনূসের কূটনৈতিক চমক

ছবি সংগ্রহ
ছবি সংগ্রহ
মুক্তিবাণী অনলাইন ডেক্সঃ

‘তিনি এলেন, দেখলেন ও জয় করলেন’- জুলিয়াস সিজারের এই প্রবাদটি যেন মিলে গেল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে। চারদিনে সংক্ষিপ্ত সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়ে তিনি পুরো বিশ্বনেতাদের চমকে দিয়েছেন। তার বিরল নেতৃত্বে বিশ্বমঞ্চে গৌরবের আসনে বাংলাদেশ।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকসহ অন্তত ৪০টি অনুষ্ঠান করে বিশ্ববাসীর চোখের মণি হয়ে উঠেন ড. ইউনূস। এক কথায় এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশন ছিল ইউনূসময়! জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে দীর্ঘদিনের ব্যক্তিগত পরিচিতি ও কূটনৈতিক চমকে পুরো বিশ্ববাসীর সামনে নতুন এক বাংলাদেশকে পরিচয় করিয়ে দেন তিনি। মাত্র চারদিনের সংক্ষিপ্ত সফরে বিভিন্ন রাষ্ট্র, সরকার ও সংস্থার প্রধানদের সঙ্গে ৪০টির বেশি বৈঠক করেছেন ড. ইউনূস। তাঁর নেওয়া সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার প্রধানরা। দিয়েছেন আর্থিক সহায়তার প্রতিশ্রুতি।

এছাড়া সব প্রটোকল ভেঙে বাইডেন-ইউনূস ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক নজর কেড়েছে বিশ্ব নেতাদের। শুধু তাই নয়, বৈঠকে তাদের হাস্যোজ্জ্বল আলিঙ্গনের ছবি বিশ্বকে নতুন বার্তা দিয়েছে। দীর্ঘদিনের বন্ধু মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অনুষ্ঠানেও যোগ দিয়েছেন ড. ইউনূস। সংবর্ধনায় তাকে পেয়ে প্রবাসীরাও ছিলেন উচ্ছ্বসিত।

দূতাবাস ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তথ্যমতে, চার দিনের এ সফরে ড. ইউনূস বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী রুটে শুফ, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, মালদ্বীপের প্রধানমন্ত্রী, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টসহ আরও কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে।

এবারের সবচেয়ে আকর্ষণ ছিল ইউনূস-বাইডেন বৈঠকটি। যা ছিল ঐতিহাসিক। কারণ, জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষনেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট যেভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে অলিঙ্গন করেছেন তা বিরল। বাইডেন নিজ থেকে বাংলাদেশে কী কী সমর্থন ও সহযোগিতা দেওয়া প্রয়োজন সে সম্পর্কে জানতে চেয়েছেন। একইসঙ্গে বাংলাদেশ তার সরকারের পূর্ণ সমর্থন পাবে বলেও জানান। দুদেশের রাষ্ট্রপ্রধানের বিরল ওই বৈঠকের পর বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে গেছে।

এছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্ববৃন্দ, বিশ্ব ব্যাংক ও আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম এ এ খান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ ৯টি মানবাধিকার সংগঠনের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চে বক্তব্য দিয়েছেন ড. ইউনূস। সেখানে তার বন্ধু বিল ক্লিনটনের দেওয়া সংবর্ধনা নেন তিনি। এমন আরও শতাধিক সংগঠন ও সংস্থা ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চাইলেও সময় স্বল্পতার কারণে তিনি থাকতে পারেননি। ৮৪ বছর বয়সে অনেকটা তরুণের মতো সময় পার করেছেন ড. ইউনূস। যেখানে গেছেন সবাই আগ বাড়িয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এতে এবারের অধিবেশন ছিল অনেকটা ইউনূসময়।

আগে জাতিসংঘের বিভিন্ন ফোরামে ভাষণ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সংস্থার দায়িত্ব পালন করেছেন ড. ইউনূস। তবে এবার আটলান্টিকের ওপারে তার সফরটা ছিল বিশেষ। এবার কোনো অতিথি বক্তা হিসেবে নয়, গিয়েছিলেন বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে। বিশ্বমঞ্চে নতুন এক বাংলাদেশকে তুলে ধরেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো দেশের শীর্ষ নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের তেমন নজির নেই। এবার সব প্রটোকল ভেঙে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

মূল অধিবেশনের পাশাপাশি প্রায় ৪০টি সাইট ইভেন্টে যোগ দেন ড. ইউনূস। সুশাসন নিশ্চিতে তার সরকারের সংস্কার উদ্যোগ ও দুর্নীতির বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন। এরমধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সংস্থার প্রতিনিধিরা জাতিসংঘের সাইড লাইনে এসে সাক্ষাৎ করেন। এরমধ্যে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল না। বৈঠকটি হয়েছে জাস্টিন ট্রুডোর আগ্রহে।

ইউনূসকে ঘিরে সেলফি তোলার হিড়িক

৫ আগস্ট ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে জাতিসংঘের ৭৯তম আসরে যোগ দেন ড. ইউনূস। এবারের অধিবেশন ছিল ইউনূসময়। তার বিরল নেতৃত্বে গৌরবের আসনে ছিল বাংলাদেশ। ৫৪ বছরের ইতিহাসে যা ঘটেনি এবার এমন সব ঘটনাই ঘটছে। সব প্রটোকল ভেঙে মার্কিন প্রেসিডেন্ট আসেন ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে। যা শুধু বাংলাদেশের জন্য গৌরবের নয়, ঐতিহাসিক কূটনৈতিক বিজয়ও বটে।

জাতিসংঘে ড. ইউনূস বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। জাতিসংঘ ও নিউ ইয়র্কে একাধিক অনুষ্ঠানেও অংশ নেন তিনি। সবখানেই তার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে। অনেককেই লাইন ধরে তার সঙ্গে ছবি তুলতে দেখা যায়। যার মধ্যে অন্যতম ছিলেন বাংলাদেশের বহুল আলোচিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ড. ইউনূসকে কাছে পেয়ে আলিঙ্গন করেন তিনি। সেইসঙ্গে আপ্লুত পিটার হাস্ হাসিমুখে ছবিও তোলেন।

সর্বশেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৫
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও