উপদেষ্টা পরিষদে বড় ধরনের রদবদল, সরিয়ে দেয়া হলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্সঃ

নতুন করে চার উপদেষ্টার শপথের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের রদবদল আনা হয়েছে।মন্ত্রীপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব. সাখাওয়াত হোসেনকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।

নতুন বন্টনকৃত তালিকা অনুযায়ী, অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার অফিস, মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়, লে. জে. অব. জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

প্রথমে শপথকারী উপদেষ্টাদের দায়িত্বও পুনর্বন্টন করা হয়েছে। ড. সালেহ উদ্দিন আহমেদকে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়, ড. আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খানকে শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ফারুক ই আজমকে মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় দেয়া হয়েছে।

অন্যান্য উপদেষ্টাদের দায়িত্ব অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।

সর্বশেষ আপডেট: ১৭ আগস্ট ২০২৪, ০১:৪৩
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও