মৌলভীবাজারে সেনাবাহিনীর হাতে সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম গ্রেফতার।

বিশেষ প্রতিবেদকঃ

মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম তাজকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ আগষ্ট) দিবাগত রাতে জগন্নাথপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে সেনাবাহিনীর আভিযান চালিয়ে তাজুল ইসলাম তাজকে আটক করা হয়েছে।

মৌলভীবাজার সদর ও রাজনগরের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর মীর তাজুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার ঘরে দেশীয় অস্ত্র ও মদের খালি বোতল পাওয়া যায়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল বিষয়টি নিস্চিত ককরে জানান,বৃহস্পতিবার বিকেলে আটকৃত তাজকে সেনাবাহিনী আমাদেও কাছে হস্তান্তর করেছেন।

উল্লেখ্য, আটককৃত তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে মামলা রয়েছে ও তিনি সাজাপ্রাপ্ত আসামী। সেনা সদস্যের ওই কর্মকর্তা আরও জানান, আটককৃতকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেট: ১৫ আগস্ট ২০২৪, ২০:৫৬
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও