শ্রীমঙ্গলে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩

বিশেষ প্রতিবেদকঃ

শ্রীমঙ্গল থানার পুলিশের পৃথক অভিযানে ৭০০ গ্রাম গাঁজা ও ৪৫ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। 

২৫ জুন মধ্যরাতে এসআই মিয়া নাসির উদ্দিন আহম্মদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন ০২ নং ভুনবীর ইউপির অন্তর্গত লইয়ারকুল (গোপালপুর) গ্রামের আটককৃত মোঃ হারিছ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ৭০০ শত গ্রাম গাঁজা ও মাদক বিক্রির সর্বমোট ২১,৭৩০ টাকাসহ তাকে আটক করেন।

আটকের পর মোঃ হারিছ মিয়ার শয়ন কক্ষে তল্লাশী করে খাটের নিচ থেকে একটি নীল রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটককৃত মোঃ হারিছ মিয়া শ্রীমঙ্গল উপজেলার ০২ নং ভুনবীর  ইউনিয়নের লইয়ারকুল (গোপালপুর) গ্রামের  মৃত মজিদ মিয়ার ছেলে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯(ক) ধারায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

শ্রীম্ঙ্গল থানা পুলিশের অপর এক অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাহাব উদ্দিন (৩০) ও মোঃ মামন মিয়া(২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

২৫ জুন ভোররাতে এসআই মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন ০২ নং ভুনবীর ইউপির অন্তর্গত পশ্চিম আলীশারকুল গ্রামের আটককৃত মোঃ সাহাব উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে।

ঘটনাস্থলে আটককৃত সাহাব উদ্দিনের  হেফাজত থেকে একটি নীল রংয়ের জিপার পলিব্যাগে রক্ষিত লালচে রংয়ের ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোঃ মামন মিয়ার হেফাজতে আরো ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত মোঃ সাহাব উদ্দিন শ্রীমঙ্গল উপজেলার ০২ নং ভুনবীর  ইউনিয়নের পশ্চিম আলীশারকুল গ্রামের  মোঃ আহাদ মিয়ার ছেলে এবং মোঃ মামন মিয়া শ্রীমঙ্গল উপজেলার ০২ নং ভুনবীর  ইউনিয়নের বাদে আলিশা গ্রামের মোঃ তুরাব মিয়ার ছেলে ।

এ ঘটনায় আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ আপডেট: ২৫ জুন ২০২৪, ১৮:৩০
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও