যুক্তরাষ্ট্রে অবৈধ দম্পতির জন্য সুখবর

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
মুক্তিবাণী অনলাইন ডেক্সঃ

অবশেষে দুঃস্বপ্নের অবসান ঘটতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে কাগজপত্রবিহীন কমপক্ষে ৫ লাখ দম্পতির। যেসব মার্কিন নাগরিক ডকুমেন্টবিহীন স্বামী বা স্ত্রীকে বিয়ে করেছেন এবং তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়ার কথা কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন তাদেরকে বৈধতা দেয়ার নতুন একটি নীতি ঘোষণা দিতে চলেছেন। যে সব দম্পতি যুক্তরাষ্ট্রে কমপক্ষে দশ বছর অবস্থান করছেন তাদের ক্ষেত্রে এ নীতি প্রযোজ্য হবে।

তারা বৈধভাবে সেখানে কাজ করার অনুমতি পাবেন। ২০১২ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষিত ডিফারড একশন ফর চাইল্ডহুড এরাইভ্যাল-এর পর এটাই হবে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীদের জন্য দেয়া সবচেয়ে বড় পদক্ষেপ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

হোয়াইট হাউস মনে করছে এতে উপকৃত হবেন কমপক্ষে ৫ লাখ দম্পতি এবং কোন মার্কিনীকে বিয়ে করার পর জন্ম নেয়া সন্তান, যাদের বয়স ২১ বছরের নিচে। এর আগে জুনের শুরুতে অভিবাসন নীতি সহজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বাইডেন। আগামী ৫ই জুন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে অভিবাসীকে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখা হচ্ছে। সূত্র : মানবজমিন

সর্বশেষ আপডেট: ১৯ জুন ২০২৪, ০১:৪৫
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও