ফজল হক ফারুকির দুর্দান্ত বোলিং আর রান আউটের ধন্দে পড়ে একশ’র আগেই গুটিয়ে গেল পাপুয়া নিউ গিনি (পিএনজি)। মামুলি লক্ষ্য গুলবাদিন নাইবের ব্যাটে সহজেই তাড়া করে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সুপার এইট নিশ্চিত করল আফগানিস্তান। তাদের এই জয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো শিরোপা প্রত্যাশি নিউজিল্যান্ডের।
‘সি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকালে পিএনজিকে ৭ উইকেটে হারায় আফগানিস্তান। ৯৫ রানের লক্ষ্য ২৯ বল হাতে রেখে পূরণ করে তারা। তিন ম্যাচেই শতভাগ জয়ে সুপার এইট নিশ্চিত করল দলটি।
টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে আফগানিস্তান। আগেই সুপার এইট নিশ্চিত করা ওয়েস্ট ইন্ডিজ রান রেটে পিছিয়ে নেমে গেছে দুই নম্বরে। এই গ্রুপ থেকে নিউজিল্যান্ডের সাথে পিএনজি ও উগান্ডারও বিদায় নিশ্চিত হয়ে গেল।
ত্রিনিদানের ব্রায়ান লারা স্টেডিয়ামে এদিন টসে জিতে বোলিং বেছে নেন আফগান্তিান অধিনায়ক। দ্বিতীয় ওভার থেকেই শুরু হয় তাদের উইকেট শিকার উৎসব। যে উৎসবের মধ্যমণি ছিলেন ফারুকি। এই পেসার ১৬ রানে ৩ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। পিএনজির চার ব্যাটার হন রান আউটের শিকার।
১২ রানে দাঁড়িয়ে তিন উইকেট হারানো ওশেনিয়ার দলটি দলীয় ৫০ রানে হারায় সপ্তম উইকেট। এরপরও তারা একশ’র কাছাকাছি যেতে পারে কিপলিন দরিগার কল্যাণে। এই কিপার ব্যাটার করেন ৩২ বলে ২ চারে ২৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান এসেছে অতিরিক্ত থেকে, যার মধ্যে ১৩টি ছিল ওয়াইড।
অল্প পুঁজি নিয়েও দারুণ লড়াই করে পিএনজির বোলাররা। তবে রান তাড়ায় ৩ ওভারের মধ্যে দুই ওপেনারকে হারালেও লক্ষ্যচ্যূত কখনই হয়নি আফগানিস্তান। তৃতীয় উইকেটে আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে ৩৫ বলে ৩৩ রানের জুটির পর মোহাম্মদ নবিকে নিয়ে ৩৯ বলে অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন গুলবাদিন নাইব।
৩৬ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪৯ রানের অপরাজিত ইনিংস আসে নাইবের ব্যাট থেকে। ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। ২৩ বলে ১৬ রানে অপরাজিত থাকেন নবি।
ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে হেরে খাদের কিনারে চলে যায় নিউজিল্যান্ড। যা একটু সম্ভাবনা টিকে ছিল তাও শেষ হয়ে গেল আফগানিস্তানের জয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
পাপুয়া নিউ গিনি: ১৯.৫ ওভারে ৯৫ (উরা ১১,ভালা ৩, সিয়াকা ০, বাউ ০, হিরি ১, সোপের ৯, ডোরিগা ২৭, ভানুয়া ০, নাও ১৩, কারিকো ৪*, কামেয়া ২; ফারুকি ৪-০-১৬-৩, নাবি ১-০-৯-০, নাভিন ২.৫-০-৪-২, রশিদ ৪-০-২৫-০, নুর ৪-০-১৪-১, ওমরজাই ২-১-৫-০, জানাত ২-০-১০-০)।
আফগানিস্তান: ১৫.১ ওভারে ১০১/৩ (গুরবাজ ১১. ইব্রাহিম ০, নাইব ৪৯*, ওমারজাই ১৩, নবি ১৬*; নাও ৪-০-২৬-১, কামেয়া ৩-০-১৬-১, সোপের ২.১-০-১৯-০, ভানুয়া ৩-০-১৮-১, কারিকো ৩-০-১৫-০)।
ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ফাজলহক ফারুকি
সর্বশেষ আপডেট: ১৪ জুন ২০২৪, ২১:০৪
পাঠকের মন্তব্য