প্রধানমন্ত্রীর কাছ থেকে পরিবেশ পদক গ্রহণ করলেন পৌরসভার মেয়র ফজলুর রহমান

ছবি সংগ্রহঃ
ছবি সংগ্রহঃ
মুক্তিবাণী অনলাইন ডেক্সঃ

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় পরিবেশ পদক সম্মাননা গ্রহণ করেছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।

বুধবার ( ৫ জুন)  সকালে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বন, পরিবেশ ও জলবায়ূ বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের হাতে এ সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন, পরিবেশ ও জলবায়ূ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ফারহানা আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন পরিবেশ ও জলবায়ূ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি।

উল্লেখ্য, এবছর ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে মৌলভীবাজার পৌরসভা সহ মোট ৫ জনকে পরিবেশ পদক দেওয়া হয়। জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য ২২ (বাইশ) ক্যারেট মানের ২ (দুই) তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্য এবং নগদ ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

মৌলভীবাজার পৌরসভা পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ শ্রেণীতে এ পরিবেশ পদক পেয়েছে। এর নেপথ্যে রয়েছে পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের সুপরিকল্পিত ব্যতিক্রমী উদ্যোগ। মৌলভীবাজার শহরকে ক্ষতিকর পলিথিনমুক্ত রাখতে যত্রতত্র ফেলে দেওয়া পরিত্যক্ত পলিথিন মানুষের কাছ থেকে টাকা দিয়ে কিনার সিদ্ধান্ত নেয় মৌলভীবাজার পৌরসভা। এ লক্ষ্যে বসানো হয় পলিথিনের হাট। বস্তার পর বস্তা পলিথিন ও প্লাস্টিক এই হাটে কিনে নেয় মৌলভীবাজার পৌরসভা।

গত ২০২৩ সালের ৯ জুলাই মেয়র চত্বরে পলিথিন হাটের উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান। এরপর এই উদ্যোগ দেশজুঁড়ে প্রশংসা পেতে থাকে। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হানিফ সংকেতের ইত্যাদিতেও মৌলভীবাজার পৌরসভার পলিথিনের হাট নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচারিত হয়।

সর্বশেষ আপডেট: ৫ জুন ২০২৪, ২০:৩৮
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও