পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধ প্রদেশে তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। আবহাওয়া দফতরের তথ্যানুসারে, সোমবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধের মোহেঞ্জোদারোর তাপমাত্রা পৌঁছেছিল ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে, যা এখনও পর্যন্ত চলতি মরশুমের সর্বোচ্চ তাপমাত্রা।
সিন্ধ প্রদেশের একটি ছোট শহর মোহেঞ্জোদারো। অসহনীয় গরম আর তাপপ্রবাহে বিপর্যস্ত সেখানকার জনজীবন। মোহেঞ্জোদারো শহরের আবহাওয়ার প্যাটার্ন হল গ্রীষ্মকালে ব্যাপক গরম, শীতকালে মৃদু শীত ও নিম্ন বৃষ্টিপাত, অর্থাৎ প্রায় মরু আবহাওয়াই বজায় থাকে সারা বছর। তবে ছোট শহর হলেও এখানকার মার্কেট, বেকারি, চায়ের দোকান, মেশিন-ইলেকট্রিক সরঞ্জামের মেরামতির দোকান -সহ বিভিন্ন দোকানে ভিড়ের জন্য গমগম করে এশহর।
শহরের এক রেস্তোরাঁর মালিক বছর ৩২-এর ওয়াজিদ আলি বলেন, ‘পারতপক্ষেও ঘর থেকে বের হচ্ছেন না মানুষজন। ফলে বেশ কয়েক দিন ধরে রেস্তোরাঁতেও খদ্দের নেই। গত কয়েক দিন ধরে রেস্তোরাঁ খুলে আমি ও কর্মচারীরা মাছি তাড়াচ্ছি।’ অন্য দিকে মোহেঞ্জোদারোর স্থানীয় চিকিৎসক মুশতাক আহমেদের কথায়, ‘অতিরিক্ত গরম থেকে বাঁচতে মানুষজন খুব বেশি প্রয়োজন না থাকলে বাড়ি থেকে বের হচ্ছেন না।’ চরম গরমের দোসর আবার লোডশেডিং। গলদঘর্ম অবস্থায় প্রাণ অতিষ্ট হওয়ার জোগাড়।
পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ দৈনিক তাপমাত্রা রেকর্ড ৫৪ ডিগ্রি সেলসিয়াস। ২০১৭ সালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। পাকিস্তানের সর্বোচ্চ দৈনিক তাপমাত্রার রেকর্ডের পাশাপাশি এটি এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ও বিশ্বের চতুর্থ সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জলবায়ু বিষয়ক উপদেষ্টা রুবিনা খুরশীদ আলম জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন ও উষ্ণতা বৃদ্ধির কারণে যেসব দেশ নিয়মিত আবহাওয়াগত বিভিন্ন দুর্যোগের শিকার হচ্ছে, সেই সব দেশের তালিকায় পাকিস্তান রয়েছে পঞ্চম স্থানে। সূত্র: রয়টার্স।
সর্বশেষ আপডেট: ২৮ মে ২০২৪, ১৮:৫৭
পাঠকের মন্তব্য