রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহাজাহান খান জয় লাভ করেছেন।
মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত নির্বাচনে কাপ পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ৩৭ হাজার ৮শ ১৬ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের আওয়ামী লীগের নেতা রওনক আহমদ অপু ১৯ হাজার ৫শ ৯৮ ভোট পেয়েছেন। আনারস প্রতিক নিয়ে আহমদ বেলাল পেয়েছেন ৮ হাজার ৯শ ১৮ ভোট।
চেয়ারম্যান পদে ৩ জন নিবার্চনে অংশ নেন তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহাজাহান খান (আওয়ামী লীগ), সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল (বাংলাদেশ খেলাফত মজলিস) ও সাবেক জেলা পরিষদ সদস্য রওনক আহমেদ অপু (আওয়ামী লীগ
ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জনসহ মোট ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
৮টি ইউনিয়ন মোট ভোটার ১লক্ষ ৮৭হাজার ৫৫২,এর মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ১৪৯ এবং নারী ভোটার ৯১ হাজার ৪০৩ জন।
সর্বশেষ আপডেট: ২১ মে ২০২৪, ২২:২০
পাঠকের মন্তব্য