মৌলভীবাজার রাজনগরে মটর সাইকেলএর মঞ্চ ভাঙচুর

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
বিশেষ প্রতিবেদকঃ

মৌলভীবজার রাজনগর উপজেলার ৭ নং কামারচাক ইউনিয়ন পরিষদের ভটের বাজার এলাকায় মটরসাইকেল প্রার্থী রওনক আহমদ অপুর মিটিং এর মজ্ঞ মাইক চেয়ার ভাংঙ্গচুর করেন কাপ পিরিচের প্রার্থী শাহাজাহান খানের  সন্ত্রাসী বাহীনি বলে অভিযোগ করেন রওনক আহমদ অপু।

১৮ মে  সন্ধ্যায়  ভটের বাজার মটরসাইকেল প্রার্থী রওনক আহমদ অপুর  মিটিং ছিলে,  সন্ধ্যা গনিয়ে আসার আগে কাপ পিরিচের সন্ত্রাসী বাহীনি দেশিও অস্ত্র নিয়ে মঞ্চ মাইক চেয়ার ভাংঙ্গচুর করে।

সাবেক কামারচাক ইউনিয়ন পরিষদের  সফল চেয়ারম্যান নজমুল হক সেলিম বলেন রাজনগর উপজেলা পরিষদ নির্বাচন চলমান, আমি একজন প্রার্থী মো রওনক আহমদ অপু  মটর সাইকেল মার্কার পক্ষে কাজ করছি,আজকে আমার নিজ ওয়ার্ড মেলাগর ভটের বাজার মটর সাইকেল মার্কার নির্বাচনী জনসভা ছিলো,বিকাল বেলা আমি মটর সাইকেল মার্কার পক্ষে আমার কর্মী সমর্থকদের নিয়ে একটি মটর সাইকেল শোডাউনে বের হই।খাস প্রমেনগর ইসলামপুর পৌঁছার পর শুনতে পাই আমার পূর্ব নির্ধারিত ভটের বাজার নির্বাচনী জন সভার ষ্টেইজ, চেয়ার ভাংচুর করা হয়েছে এবং মাইকে খুলে নেওয়া হয়েছে। আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে নির্বাচনী প্রচারণা হতে দূরে রাখতে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। তারা নিজেরা কাপ পিরিছের  একটি নির্বাচনী প্রচারণার গাড়ীর মাইক ভেংঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও করে আমার নামে অপপ্রচার করে যাচ্ছে।

আমি যেখানে উপস্থিত ছিলামনা এবং যাদের নামে মাইক ভাংচুরের অভিযোগ তুলা হচ্ছে ওরা সবাই আমার সাথেই মোটর সাইকেল শোডাউনে ছিলো।পরিতাপের বিষয়  আমার পারিবারিক বিষয়ের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীকে দিয়ে তাদের পক্ষে  স্বাক্ষী দেওয়াচ্ছে যাহা চরম নির্লজ্জতার পরিচয় বহন করে।আমার কি এমন অপরাধ, আমার কারো পক্ষ নির্বাচনী প্রচারণা করা কি কোনো অধিকার নেই?

এবিষয়ে রওনক আহমদ অপু বলে শাহাজাহান খানের সন্ত্রাসী বাহিনি আমার মিটিং স্তল ভাঙ্গচুর করে, বিষয় টি আমি রাজনগর থানাকে অবগত করেছি। আমরা কোন মারা মারি চাইনা আমরা চাই শান্তিপূর্ন নির্বাচন।

এই বিষয়ে জানতে চাইলে  কাপ পিরিচের প্রার্থী শাহাজাহান খান কে একাদিক মোবাইলে কল দিলে মোবাইল ধরে কথা বলেন নি।

মৌলভীবাজারের রাজনগর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্তলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে আইন আনুক ব্যবস্তা নিবো।

সর্বশেষ আপডেট: ১৮ মে ২০২৪, ২৩:৪৫
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও