বরগুনা সদর হাসপাতালে দুই রোগীর করোনা সনাক্ত হয়েছেন। এদের মধ্যে এক ব্যক্তি (৬০) যিনি তাবলীগ জামায়েতের সফরে শেষে সম্প্রতি ঢাকা থেকে বরগুনায় এসেছেন। এছাড়াও নারায়নগঞ্জ থেকে বরগুনায় ফেরা (৩৫) এক যুবকের করোনা সনাক্ত হয়েছেস আইইডিসিআর এর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর জেনারেল হাসপাতালের তক্তাবধায়ক ডা. সোহরাব হোসেন। শনিবার (১১ এপ্রিল) আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে।
বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে তাবলিগ জামায়াতে অংশ নিয়ে বরগুনায় আসেন। পরে স্থানীয়রা স্থানীয়রা তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আক্রান্ত ব্যাক্তি বরগুনা সদর উপজেলার রায়ভোগ খাকবুনিয়া গ্রামের বাসিন্দা। এছাড়া নারায়ণগঞ্জ থেকে গত বুধবার বরগুনা আসেন। শরীরে জ্বর থাকায় গত ৯ এপ্রিল স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন।
বরগুনা সদর জেনারেল হাসপাতালের তক্তাবধায়ক ডা. সোহরাব হোসেন বলেন,তাদের বরগুনা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করলে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পাঠানো হয়। সেখান থেকে আজ বিকালে পাঠানো রিপোর্টে তাদের করোনা পজিটিভ এসেছে। খবর নিচ্ছি তারা যাদের সংস্পর্শে এসেছেন তাদের সকলেরই নমুনা সংগ্রহ করা হবে। এ নিয়ে এখন পর্যন্ত বরগুনায় তিনজন করোনা ভাইরাসের সংক্রমনে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন। এর আগে বরগুনায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম দেলোয়ার হোসেন। এতে গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডাঃ হুমায়ুন শাহীন খান বলেন, “করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিরা বরগুনা জেনারেল হাসপাতালে আইসোলেশনে ভর্তি আছেন। আমরা তার সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। ওই ব্যক্তির সংস্পর্শে যারা ছিলেন তাদের বিষয়েও যথাযথ পদক্ষেপ নেয়া হবে।
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত এই ব্যক্তি তাবলীগ জামায়ত থেকে ফিরেছেন। তার সংস্পর্শে যারা ছিলেন তাদেরকে খুঁজে বের করে আমরা কোয়ারেন্টাইন নিশ্চিতে কাজ শুরু করেছি। এছাড়াও ওই ব্যক্তি বাড়ি লকডাউন করা হবে বলেও জানান তিনি।
পাঠকের মন্তব্য