জুড়ীতে রোগীকে চিকিৎসা না দিয়ে পুলিশের ভয় দেখানোর অভিযোগ

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
জুড়ী প্রতিনিধিঃ

জুড়ী উপজেলা ৫০ শয্যা হাসপাতালে রোগীকে চিকিৎসা না দিয়ে উল্টো পুলিশের ভয় দেখানোর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে রোগীর অভিভাবক মঙ্গলবার জেলা সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের বাসিন্দা মো: জুনেদ মিয়া সাক্ষরিত অভিযোগপত্রে উল্লেখ করেন-গত ১৬ মার্চ বিকাল ৩ ঘটিকায় তার ১০ মাস বয়সী কন্যা সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তখন কর্তব্যরত চিকিৎসক রোগীকে কোনো চেকআপ না করে আগের দিনের ডাঃ রামেদ্র সিংহের দেয়া একটি ব্যবস্থাপত্র দেখে একটি ব্যবস্থাপত্র লিখে চলে যেতে বলেন।

কিন্তু বাড়ি যাবার পর মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৮ টায় আবার হাসপাতালে নিয়ে যান। তখন হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স তন্ময় দাস সিট খালি না থাকার কথা বলে রোগীকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করতে বলেন এবং এতে তিনি সহযোগিতা করার কথাও বলেন। কিন্তু আমি বাহিরে যেতে অপারগতা প্রকাশ করে এখানেই চিকিৎসা দেবার দাবী জানালে তিনি আমাকে পুলিশে দেবার ভয় দেখান। আমি চিকিৎসা না পেয়ে অসুস্থ মেয়েকে নিয়ে চলে যেতে বাধ্য হই। এ বিষয়ে জানতে জুড়ী উপজেলা ৫০ শয্যা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তন্ময় দাস-এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন আমি ছুটিতে আছি। তাছাড়া এরকম কোনো অভিযোগ পাইনি। সিভিল সার্জন বরাবরে অভিযোগ দেয়া হলে সেখান থেকে তদন্ত হবে।

সর্বশেষ আপডেট: ২১ মার্চ ২০২৪, ০২:০৯
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও