বরগুনা জেনারেল হাসপাতালের টয়লেটের ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা তিনটার দিকে হাসপাতালের পরিত্যক্ত একটি টয়লেটের ভেতর ব্লিচিং পাউডারের ড্রামের ভেতর থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। তবে উদ্ধারের ২ ঘন্টার ব্যবধানে শিশুটির মৃত্যু হয়।
হাপাতালের নারী ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স লাইজু আক্তার বলেন, তিনি ওই বাথরুমের সামনে থেকে যাবার সময় শিশুটির কান্না শুনতে পান। পরে তিনি শিশুটি উদ্ধার করে আনেন। ব্লিচিং পাউডারের কারণে শিশুটির শরীরের একপাশ পুড়ে যায়। উদ্ধারের পর চিকিৎসারত অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে নবজাতকের মৃত্যু হয়। তবে কারা এই শিশুটিকে ফেলে রেখে গেছে তা এখনো বলতে পারছেনা হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালে তত্ত্বাবধায়ক সোহরাব হোসেন বলেন, শিশুটির মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। কারা কি কারণে ওই স্থানে রেখেছে তদন্ত করে বের করা হবে।
সর্বশেষ আপডেট: ৫ এপ্রিল ২০২০, ২২:০১
পাঠকের মন্তব্য