মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মুরইছড়া বস্তি সীমান্তে বিএসএফের গুলিতে পারভেজ নামের এক বাংলাদেশী কিশোর নিহত হয়েছেন। এঘটনায় আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার বিকেলে উপজেলার মুরইছড়া বস্তি সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে। আহত যুবক একই গ্রামের মৃত ছাদই মিয়ার ছেলে ছিদ্দেকুর রহমান। জানা গেছে, রোববার ১৭ মার্চ বিকেলে পারভেজ ও ছিদ্দিকুর রহমান মুরইছড়া বস্তি সীমান্তের জিরো লাইন এলাকায় যায়।
এসময় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর সাথে কথাকাটাকাটি হয় এবং ঘটনাস্থল থেকে চলে আসার চেষ্টা করে। ওই সময় বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় বাংলাদেশী নাগরিক পারভেজ। এ সময় ছিদ্দেকুর রহমান বামপায়ে গুলি লাগে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে ছিদ্দেকুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। অন্যদিকে বিএসএফ নিহত পারভেজের লাশ ভারতে নিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় কর্মদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ।
সর্বশেষ আপডেট: ১৮ মার্চ ২০২৪, ০৩:০৩
পাঠকের মন্তব্য