বরগুনা সদর ইউনিয়নে উত্তর হেউলীবুনিয়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাবুল খানের মেয়ে রুমি (২২) জামাই আবদুল্লাহ (৩৬) ও ছেলে সবুজ (২৩)।
বাবুল খান জানান, জব্বার ও রশিদ গংয়ের সাথে আইল সীমানা নিয়ে বিরোধ চলছিল। জুমুয়ার নামাজের পর স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষকে ডেকে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশ বৈঠকের জন্য পরামর্শ দেন। এতে উভয়ে রাজি হয়।
সন্ধ্যার সাড়ে সাতটার দিকে জব্বার খানের মেয়ে জামাই সগীরের নেতৃত্বে চারটি মোটরসাইকেলে১০/১২ ভাড়াটে সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বাবুলের বাড়িতে হামলা চালায়। এসময় অস্ত্রের আঘাতে মেয়ে রুমি (২২) আবদুল্লাহ (৩৬) সবুজ (২৩) আহত হন। আহতের মধ্যে রুমির অবস্থা গুরুতর। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।
খবর পেয়ে সদর থানার এএসআই ইমরানের নেতৃত্বে ঘটনাস্থল থেকে তাইজুল ও সবুজ নামের দুজনকে আটক করেছে পুলিশ। আটক উভয়ে পৌর শহরের চরকলোনী এলাকার বাসিন্দা। এছাড়াও চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, হামলায় নেতৃত্ব দেয়া সগীর সদর ইউপির চেয়ারম্যানের মোটরসাইকেল চালক হিশেবে পরিচিত। জব্দকৃত মোটরসাইকেলের একটির সামনে”চেয়ারম্যান, বরগুনা সদর ইউনিয়ন” লেখা রয়েছে।
তবে হামলায় মোটরসাইকেল চালকের জড়িত থাকার বিষয়টি জানা নেই দাবি করে সদর ইউপি চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগ মুঠোফোনে বলেন, “সগীর আমার মোটরসাইকেল চালক হলেও এ হামলার বিষয়ে আমার জানা ছিলোনা। খবর পেয়ে আমি নারী ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠিয়েছি। হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নিয়েছি”।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির হোসেন মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে প্রাথমিকভাবে দুজন আটক করেছে। আইনগত ব্যবস্থা নেয়ার প্রকৃয়া চলছে।
সর্বশেষ আপডেট: ৪ এপ্রিল ২০২০, ০১:৪৩
পাঠকের মন্তব্য