“পিঠা পুলির বাংলাদেশ” এই স্লোগান সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি শহরের জেলা পরিষদ মিলনায়তন মাঠে এ পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন শ্রীমঙ্গল উপজেলা শিল্পকলা একাডেমী। আর এতে সহযোগিতা করেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।
বেলা ২ টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলে রাত ১০টা পর্যন্ত।
অনুষ্ঠানটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে রকমারি পিঠাপুলির নিয়ে ১৫ টি স্টল বসে। অনুষ্ঠান উপভোগ করতে স্কুল-কলেজের শিক্ষার্থী, ছোট ছোট শিশুরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগমনে জেলা পরিষদ মিলনায়তন মাঠটি একটি মিলনমেলায় পরিণত হয়।
সর্বশেষ আপডেট: ৬ ফেব্রুয়ারী ২০২৪, ২২:৫২
পাঠকের মন্তব্য