আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরন অনুষ্ঠিত!

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার শহরের আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো শিশু বরণ উৎসব-২০২৪ ইংরেজি।

মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি সকাল ১১ টায় আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে প্রাক-প্রাথমিক শিশুদের নিয়ে শিশু বরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলী আমজদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আয়েশা নাজনীন এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলী ধরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান।

এ সময় মেয়র বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদের শিক্ষা বিকাশে শুধু পরিক্ষায় পাশের জন্যই মনোযোগ দিয়ে পড়া নয় বরং এই শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগাতেও উৎসাহিত করে তুলতে হবে এবং প্রত্যেক শিক্ষকবৃন্দদের শিক্ষার্থীদের মেধা বিকাশে মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠান শিশুদের মানসিক বিকাশ ও স্কুলের প্রতি আরও আগ্রহ বাড়বে বলে আমি মনে করি। শিশুদের পরিবেশ বান্ধব শিক্ষায় দেশ সামনের দিকে আরও এগিয়ে যাবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম-আলোর নিজেস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বুলবুল আহমেদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা। সভায় স্বাগত বক্তব্য রাখেন আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি পৌরসভা মেয়র ফজলুর রহমান বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ব্যাজ পড়িয়ে বরণ করেন।

সর্বশেষ আপডেট: ৬ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:০৭
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও