মৌলভীবাজার মহকুমা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা এবং জেলা আওয়ামীলীগের সফল সভাপতি এবং মহান স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগঠক সৈয়দ আমজদ আলীর ১৬তম মৃত্যু বার্ষিকী আজ। তিনি ২০০৮ সালে ৬ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থান সিলেট রাগিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুর আগ পযর্ন্ত বঙ্গবন্ধুর অনুসারী হিসাবে কাজ করে গেছেন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ শক্তিশালী করতে নিরলস শ্রম দিয়ে গেছেন। কিন্তু সৈয়দ আমজদ আলী মুক্তিযোদ্ধাদের সংগঠন হলে ও উনার নাম ওঠেনি মুক্তিযোদ্ধার তালিকায়। সৈয়দ আমজদ আলীর ছোট ছেলে,সৈয়দ মোয়াজ্জেম আলী জানান, আমার বাবা মুক্তিযোদ্ধের সংগঠক হওয়ার পর ও আজ পযর্ন্ত মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠায় চরম হতাশা ও দুঃখ প্রকাশ করেন। সৈয়দ আমজদ আলীর ১৬তম মৃত্যু বার্ষিকীতে শোক জানিয়েছেন মাননীয় কৃষি মন্ত্রী ডঃ আব্দুস সহীদ এম, পি, মৌলভীবাজার সদর ৩ আসনের সাংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান এম,পি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুহিবুর রহমান তরফদার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার(ভিপি শোয়েব) সৈয়দ আমজদ আলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রাথী।
সর্বশেষ আপডেট: ৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:৩৪
পাঠকের মন্তব্য