বরগুনা: পৃথিবীব্যাপি করোনা ভাইরাসের সংক্রমন মহামারিতে রুপ নেয়ার পর প্রবাসীরা অনেকেই দেশে ফিরতে শুরু কনেছিলেন। এদের মধ্যে বরগুনা জেলায়ও বিভিন্ন দেশ থেকে ৮’শজন ব্যক্তি দেশে ফিরেছেন। কিন্ত কোয়ারেন্টনে রয়েছেন মাত্র ৩৮জন ব্যক্তি। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে বিদেশ ফেরত মোট ৩৮জনকে হোম কোয়ারেন্টনে রাখা হয়েছে। এদের মধ্যে ১০জন মেয়াদ পূূর্ন করেছেন। বাকি ২৮জন কোয়ারেন্টনে রয়েছেন।
সিভিল সার্জনের কাছে পুলিশের বিশেষ শাখা থেকে স্থানীয়ভাবে বিদেশফেরতদের একটি তালিকা দেয়া হয়েছে। এতে জেলায় বিদেশ থেকে আসা ব্যক্তির সংখ্যা ৮০০ জন।
অন্যদিকে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় ৮ জন প্রবাসী বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। তবে সিভিল সার্জনের কাছে থাকা তথ্যমতে মোট ২৭ কোয়ারেন্টনে রয়েছে। অর্থাত কোয়ারেন্টনে থাকা ও বিদেশ ফেরত সংখ্যার তফাত বিস্তর।
এ ব্যাপারে বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান বলেন, অনেক প্রবাসী দেশে ফিরে গ্রামের বাড়িতে আসেননি, ঢাকায় বা অন্যান্য স্থানে অবস্থান করছেন, তাঁদের শনাক্ত করতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য বিভাগের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের এ কাজে সহযোগিতা চাওয়া হয়েছে।
সর্বশেষ আপডেট: ১৯ মার্চ ২০২০, ০২:০৬
পাঠকের মন্তব্য