মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) : এ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এ আসনে মো: জিল্লুর রহমান (আওয়ামী লীগ) নৌকা প্রতীক নিয়ে ১,৬৭,৮৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
তিনি এই আসেনে প্রথম বারের মতো একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার সাথে শক্ত প্রার্থী না থাকলেও প্রচার প্রচারণা ছিলেন বিরামহীন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আলতাফুর রহমান (জাতীয় পার্টি) লাঙ্গল প্রতীক নিয়ে ২,৬৯৮ ভোট পেয়েছেন। প্রদত্ত ভোটের হার ৩৯.২২ ভাগ।
এ আসনে আব্দুল মোসাব্বির (জাসদ) মশাল প্রতীক নিয়ে ২২৪৬ ভোট পেয়েছেন। তাপস কুমার ঘোষ (ওয়ার্কাস পার্টি) হাতুড়ী প্রতীক নিয়ে ১২৭৮ ভোট পেয়েছেন। মো: আবু বকর (এনপিপি) আম প্রতীক নিয়ে ৭০৪ ভোট পেয়েছেন। মো: ফাহাদ আলম (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট) ছড়ি প্রতীক নিয়ে ৯৪০ ভোট পেয়েছেন। মো: আব্দুর রউফ (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট) মোমবাতি প্রতীক নিয়ে ৭৯৫ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা : ৪ লক্ষ ৫৬ হাজার ৩‘শ ৮৮ জন। ভোটকেন্দ্র ১৭৪ টি। মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) সংসদীয় আসন থেকে ১৯৮৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত যারা নির্বাচিত হন :
১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মো: আজিজুর রহমান।
১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত চতুর্থ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে গিয়াস উদ্দিন চৌধুরী।(১৯৮৮ সালের নির্বাচন আওয়ামীলীগ, বিএনপিসহ প্রধান রাজনৈতি দল নির্বাচন বর্জন করে)
১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম নির্বাচনে আওয়ামীলীগ থেকে মো: আজিজুর রহমান।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ট সংসদ নির্বাচনে বিএনপি থেকে এম সাইফুর রহমান।
২০০১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে বিএনপি থেকে এম সাইফুর রহমান নির্বাচিত হন। পরবর্তীতে তিনি এ আসন ছেড়ে দিলে উপনির্বাচনে তাঁর পুত্র এম নাসের রহমান বিএনপি থেকে নির্বাচিত হন।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে সৈয়দ মহসীন আলী।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে সৈয়দ মহসীন আলী নির্বাচিত হন। সৈয়দ মহসীন আলীর মৃত্যুর পর উপনির্বাচনে তাঁর স্ত্রী সৈয়দা সায়রা মহসীন নির্বাচিত হন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নেছার আহমদ নির্বাচিত হন।
সর্বশেষ আপডেট: ৯ জানুয়ারী ২০২৪, ০২:১৬
পাঠকের মন্তব্য