দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা শেষে এখন ফল ঘোষণা করা হচ্ছে। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়।
অবশেষে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ভাবে নির্বাচন শেষে রাত ১০টায় ফলাফল ঘোষনা করেন জেলা রিটানিং কর্মকর্তা ও মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উম্মি বিনতে সালাম।
ফলাফলে ৪টি আসনে বিজয় চিনিয়ে নেন আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রাথীরা। মৌলভীবাজার-১ (বড়লেখা- জুড়ি) আসনে নৌকার প্রার্থী শাহাবুদ্দিন আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন । চুড়ান্ত ফলাফলে মোট ১১২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ‘নৌকা’ প্রতীকে শাহাবুদ্দিন আহমেদ ১ লাখ ৩৬হাজার ৩০৮ভোট পেয়ে বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ রিয়াজ (লাঙ্গল) ৩০৯৮ভোট পেয়েছেন ।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। চুড়ান্ত ফলাফলে মোট ১০৩টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ‘নৌকা’ প্রতীকে শফিউল আলম চৌধুরী নাদেল ৭২৭১৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ‘ট্রাক’ প্রতীকে এ কে এম সফি আহমদ সলমান পেয়েছেন ১৫৫৫২ ভোট এবং তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে পেয়েছেন ১১৪৪৯ ভোট।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল- কমলগঞ্জ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ। চুড়ান্ত ফলাফলে মোট ১৬০টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ‘নৌকা’ প্রতীকে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ মোট ২ লাখ ১২হাজার ৪৯১ভোট পেয়ে বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মুহিত হাসানি মোমবাতি প্রতীকে,মোট ৫৩৯০ভোট পেয়েছেন ।
সর্বশেষ আপডেট: ১০ জানুয়ারী ২০২৪, ২১:৩১
পাঠকের মন্তব্য