দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে ৪টি আসনে ৫৪৯টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।
জেলা নির্বাচন কার্যালয় থেকে দুপুর ১২টায় এই কার্যক্রম শুরু হয়। প্রিজাইডিং কর্মকর্তা ও ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা এসব সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। ৪টি আসনে মোট ভোটার ১৫১৬৫৯৬,নারী ৭৪৬৬৪৮, পুরুষ-৭৬৯৯৪৩, ভোট কেন্দ্র ৫৪৯, ভোট কক্ষ ৩৩০৫।
এছাড়াও ৪টি সংসদীয় আসনের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এক্সিকিউটিং ম্যাজিস্ট্রেট,জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাব ৪টি টহল টিম আসন ভিত্তিক,সেনাবাহিনী- ৫৭৫ জন,বিজিবি-৪৬ ও বিজিবি- ৫২-২০ প্ল্যাটুন,আনসার ব্যাটালিয়ন- ৮টি টীম,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- ২৭জন,জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট- ৮জন,ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি-৪জন,প্রতিটি ভোট কেন্দ্রে ২জন করে পুলিশ সদস্য ও ১২জন আনসার সদস্য মোতায়েনসহ জেলা পুলিশের মোবাইল স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই টিম মোতায়েন করা হয়েছে।
এছাড়াও পুরো নিরাপত্তা পরিকল্পনায় মৌলভীবাজার জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ,আরআরএফ,এপিবিএন,সিআইডি,পিবিআইসহ অন্য ইউনিটের পুলিশ সদস্যগণও মাঠে থাকবে।
সর্বশেষ আপডেট: ৬ জানুয়ারী ২০২৪, ১৫:২৭
পাঠকের মন্তব্য