মৌলভীবাজারে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মৌলভীবাজার প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে ৪টি আসনে ৫৪৯টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

জেলা নির্বাচন কার্যালয় থেকে দুপুর ১২টায় এই কার্যক্রম শুরু হয়। প্রিজাইডিং কর্মকর্তা ও ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা এসব সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। ৪টি আসনে মোট ভোটার ১৫১৬৫৯৬,নারী ৭৪৬৬৪৮, পুরুষ-৭৬৯৯৪৩, ভোট কেন্দ্র ৫৪৯, ভোট কক্ষ ৩৩০৫।

এছাড়াও ৪টি সংসদীয় আসনের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এক্সিকিউটিং ম্যাজিস্ট্রেট,জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র‍্যাব ৪টি টহল টিম আসন ভিত্তিক,সেনাবাহিনী- ৫৭৫ জন,বিজিবি-৪৬ ও বিজিবি- ৫২-২০ প্ল্যাটুন,আনসার ব্যাটালিয়ন- ৮টি টীম,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- ২৭জন,জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট- ৮জন,ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি-৪জন,প্রতিটি ভোট কেন্দ্রে ২জন করে পুলিশ সদস্য ও ১২জন আনসার সদস্য মোতায়েনসহ জেলা পুলিশের মোবাইল স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই টিম মোতায়েন করা হয়েছে।

এছাড়াও পুরো নিরাপত্তা পরিকল্পনায় মৌলভীবাজার জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ,আরআরএফ,এপিবিএন,সিআইডি,পিবিআইসহ অন্য ইউনিটের পুলিশ সদস্যগণও মাঠে থাকবে।

সর্বশেষ আপডেট: ৬ জানুয়ারী ২০২৪, ১৫:২৭
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও